প্রতি বছরের মত এবারও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদ্যাপন করছেন দেশের বিভিন্ন জেলার বেশকিছু গ্রামের মানুষ।
চাঁদপুরে ঈদ উদ্যাপন
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় অর্ধশত গ্রামে ঈদুল ফিতর উদ্যাপিত হচ্ছে। সাদ্রা দরবার শরীফ মাঠে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়। এতে ইমামতি করেন পীরজাদা মুফতি জাকারিয়া চৌধুরী। হাজীগঞ্জে ঈদের দ্বিতীয় জামাত সাদ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয়।
রোববার ঈদুল ফিতর উদযাপিত হওয়ার চাঁদপুরের গ্রামগুলোর মধ্যে আছে হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর, বাসারা এবং ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাকসহ আরও কয়েকটি গ্রাম।
লক্ষ্মীপুরে ঈদ উদ্যাপন
লক্ষ্মীপুরের বিভিন্ন উপজেলার অন্তত ১১টি গ্রামের সহস্রাধিক মানুষ রোববার ঈদুল ফিতর উদযাপন করেছেন। রামগঞ্জ উপজেলার দক্ষিণ পূর্ব নোয়াগাঁও তালিমুল কুরআন নূরানী মাদরাসা ঈদগাহ ময়দানে সকাল ১০টায় ঈদের নামাজ আদায় করেন শতাধিক মানুষ।
স্থানীয়রা জানান, রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারোঘরিয়াসহ আরও কয়েকটি গ্রামের মানুষ হানাফি মাজহাব অনুসারে ঈদ উদ্যাপন করে আসছেন।
নারায়ণগঞ্জে ঈদ উদ্যাপন
নারায়ণগঞ্জের ফতুল্লার কয়েকটি গ্রামের মানুষ সৌদি আরবসহ কতগুলো মুসলিম দেশের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করেছেন। ফতুল্লার লামাপাড়া এলাকার শাহ সুফি মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদ্রাসায় সকাল সাড়ে ৯টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
মুফতি আনোয়ার হোসেন শুভ ঈদের নামাজে ইমামতি করেন। তিনি বলেন, "চাঁদ দেখার ওপর নির্ভর করে মধ্যপ্রাচ্যের অনেক দেশে ঈদ উদযাপন করছে। আমরাও আজকে বাংলাদেশে ঈদ করতে পেরেছি। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।"
ফতুল্লার এ ঈদ জামাতে অংশ নেন গাজীপুর জেলা এবং ঢাকার কেরানীগঞ্জ ও ডেমরার লোকজন। এছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁ ও আড়াইহাজারের কয়েকটি গ্রামেও রোববার ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
রোববার, ৩০ মার্চ ২০২৫
প্রতি বছরের মত এবারও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদ্যাপন করছেন দেশের বিভিন্ন জেলার বেশকিছু গ্রামের মানুষ।
চাঁদপুরে ঈদ উদ্যাপন
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় অর্ধশত গ্রামে ঈদুল ফিতর উদ্যাপিত হচ্ছে। সাদ্রা দরবার শরীফ মাঠে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়। এতে ইমামতি করেন পীরজাদা মুফতি জাকারিয়া চৌধুরী। হাজীগঞ্জে ঈদের দ্বিতীয় জামাত সাদ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয়।
রোববার ঈদুল ফিতর উদযাপিত হওয়ার চাঁদপুরের গ্রামগুলোর মধ্যে আছে হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর, বাসারা এবং ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাকসহ আরও কয়েকটি গ্রাম।
লক্ষ্মীপুরে ঈদ উদ্যাপন
লক্ষ্মীপুরের বিভিন্ন উপজেলার অন্তত ১১টি গ্রামের সহস্রাধিক মানুষ রোববার ঈদুল ফিতর উদযাপন করেছেন। রামগঞ্জ উপজেলার দক্ষিণ পূর্ব নোয়াগাঁও তালিমুল কুরআন নূরানী মাদরাসা ঈদগাহ ময়দানে সকাল ১০টায় ঈদের নামাজ আদায় করেন শতাধিক মানুষ।
স্থানীয়রা জানান, রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারোঘরিয়াসহ আরও কয়েকটি গ্রামের মানুষ হানাফি মাজহাব অনুসারে ঈদ উদ্যাপন করে আসছেন।
নারায়ণগঞ্জে ঈদ উদ্যাপন
নারায়ণগঞ্জের ফতুল্লার কয়েকটি গ্রামের মানুষ সৌদি আরবসহ কতগুলো মুসলিম দেশের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করেছেন। ফতুল্লার লামাপাড়া এলাকার শাহ সুফি মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদ্রাসায় সকাল সাড়ে ৯টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
মুফতি আনোয়ার হোসেন শুভ ঈদের নামাজে ইমামতি করেন। তিনি বলেন, "চাঁদ দেখার ওপর নির্ভর করে মধ্যপ্রাচ্যের অনেক দেশে ঈদ উদযাপন করছে। আমরাও আজকে বাংলাদেশে ঈদ করতে পেরেছি। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।"
ফতুল্লার এ ঈদ জামাতে অংশ নেন গাজীপুর জেলা এবং ঢাকার কেরানীগঞ্জ ও ডেমরার লোকজন। এছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁ ও আড়াইহাজারের কয়েকটি গ্রামেও রোববার ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।