রংপুরের বদরগজ্ঞ উপজেলার ট্যাক্সেরহাট এলাকায় অটো ভ্যানের সাথে সংঘর্ষে মটর সাইকেল আরোহী দু বন্ধু নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১ টায় এ ঘটনা ঘটে। বদরগজ্ঞ থানার ওসি এস এম আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায় দুই বন্ধু ঈদ উপলক্ষে মটর সাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিলো।
প্রত্যাক্ষদর্শীরা জানান দুই জন মটর সাইকেল নিয়ে এক্রোবাইটিক করতে করতে মটর সাইকেল চালাচ্ছিলো। এক পর্যায়ে বিপরীত দিক থেকে আসা অটো ভ্যানের সাথে সংঘর্ষে ঘটনা স্থলে আশিক নামে এক যুবক নিহত হয়। তার বাড়ি পাকার মাথা এলাকায়।
গুরতর আহত হয় অপর মটর সাইকেল আরোহী তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ডা, শামীম মৃতু ঘোষনা করে। তবে নিহত যুবকটির পরিচয় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে বদরগজ্ঞ থানার ওসি এস এম আতিকুর রহমান জানান নিহত দুই জনের মধ্যে একজনের নাম আশিক জানা গেলে অপরজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫
রংপুরের বদরগজ্ঞ উপজেলার ট্যাক্সেরহাট এলাকায় অটো ভ্যানের সাথে সংঘর্ষে মটর সাইকেল আরোহী দু বন্ধু নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১ টায় এ ঘটনা ঘটে। বদরগজ্ঞ থানার ওসি এস এম আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায় দুই বন্ধু ঈদ উপলক্ষে মটর সাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিলো।
প্রত্যাক্ষদর্শীরা জানান দুই জন মটর সাইকেল নিয়ে এক্রোবাইটিক করতে করতে মটর সাইকেল চালাচ্ছিলো। এক পর্যায়ে বিপরীত দিক থেকে আসা অটো ভ্যানের সাথে সংঘর্ষে ঘটনা স্থলে আশিক নামে এক যুবক নিহত হয়। তার বাড়ি পাকার মাথা এলাকায়।
গুরতর আহত হয় অপর মটর সাইকেল আরোহী তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ডা, শামীম মৃতু ঘোষনা করে। তবে নিহত যুবকটির পরিচয় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে বদরগজ্ঞ থানার ওসি এস এম আতিকুর রহমান জানান নিহত দুই জনের মধ্যে একজনের নাম আশিক জানা গেলে অপরজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।