মাদারীপুরের শিবচর উপজেলায় তিন মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে চার যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
মঙ্গলবার দুপুর ২টার দিকে শিবচর-জাজিরার সীমান্তবর্তী উপজেলার কুতুবপুর সাহেববাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবচর থানার ওসি রতন শেখ।
নিহতরা হলেন- মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকার শাজাহান তালুকদারের ছেলে মিঠুন তালুকদার, শরীয়তপুরের জাজিরা উপজেলার ঢালীকান্দি এলাকার বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী, একই উপজেলার জয়নগর এলাকার আলী খান ও রমজান মিয়া।
এলাকাবাসীর বরাতে পুলিশ জানিয়েছে, পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের শরীয়তপুরের নাওডোবা গোলচত্বর থেকে মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুরের সাহেববাজার এলাকামুখী সড়কে বিপরীতমুখী দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
ওই সময় এই দুটি মোটরসাইকেলের সঙ্গে পাশ দিয়ে যাওয়া আরেকটি মোটরসাইকেলেরও সংঘর্ষ হয়।
শিবচর থানার ওসি রতন শেখ জানান, নিহত সবার পরিচয় পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫
মাদারীপুরের শিবচর উপজেলায় তিন মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে চার যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
মঙ্গলবার দুপুর ২টার দিকে শিবচর-জাজিরার সীমান্তবর্তী উপজেলার কুতুবপুর সাহেববাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবচর থানার ওসি রতন শেখ।
নিহতরা হলেন- মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকার শাজাহান তালুকদারের ছেলে মিঠুন তালুকদার, শরীয়তপুরের জাজিরা উপজেলার ঢালীকান্দি এলাকার বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী, একই উপজেলার জয়নগর এলাকার আলী খান ও রমজান মিয়া।
এলাকাবাসীর বরাতে পুলিশ জানিয়েছে, পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের শরীয়তপুরের নাওডোবা গোলচত্বর থেকে মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুরের সাহেববাজার এলাকামুখী সড়কে বিপরীতমুখী দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
ওই সময় এই দুটি মোটরসাইকেলের সঙ্গে পাশ দিয়ে যাওয়া আরেকটি মোটরসাইকেলেরও সংঘর্ষ হয়।
শিবচর থানার ওসি রতন শেখ জানান, নিহত সবার পরিচয় পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।