চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ আটজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
লোহাগাড়া ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে তিনজন নারী ও একটি ৭ বছরের মেয়েশিশু রয়েছে। দুর্ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন, যাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, প্রথমে যাত্রীবাহী একটি বাস ও একটি মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটিকে অপর একটি মাইক্রোবাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আটজন নিহত হন।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
চুনতি জাঙ্গালিয়া এলাকায় গত সোম ও মঙ্গলবারও পৃথক সড়ক দুর্ঘটনা ঘটে। সোমবার সকালে যাত্রীবাহী বাস ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচ তরুণ নিহত হন এবং নয়জন আহত হন। মঙ্গলবার ভোররাতে পর্যটকবাহী দুটি মাইক্রোবাস উল্টে নয়জন আহত হন।
পুলিশের ধারণা, চুনতি জাঙ্গালিয়ার বিপজ্জনক বাঁকগুলো এসব দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে। সড়কটির বাঁকগুলোতে যথাযথ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা না হলে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, চুনতি জাঙ্গালিয়া এলাকায় দ্রুত গতির যানবাহন চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ ও গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা বাড়ানো উচিত। নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।
বুধবার, ০২ এপ্রিল ২০২৫
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ আটজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
লোহাগাড়া ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে তিনজন নারী ও একটি ৭ বছরের মেয়েশিশু রয়েছে। দুর্ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন, যাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, প্রথমে যাত্রীবাহী একটি বাস ও একটি মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটিকে অপর একটি মাইক্রোবাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আটজন নিহত হন।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
চুনতি জাঙ্গালিয়া এলাকায় গত সোম ও মঙ্গলবারও পৃথক সড়ক দুর্ঘটনা ঘটে। সোমবার সকালে যাত্রীবাহী বাস ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচ তরুণ নিহত হন এবং নয়জন আহত হন। মঙ্গলবার ভোররাতে পর্যটকবাহী দুটি মাইক্রোবাস উল্টে নয়জন আহত হন।
পুলিশের ধারণা, চুনতি জাঙ্গালিয়ার বিপজ্জনক বাঁকগুলো এসব দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে। সড়কটির বাঁকগুলোতে যথাযথ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা না হলে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, চুনতি জাঙ্গালিয়া এলাকায় দ্রুত গতির যানবাহন চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ ও গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা বাড়ানো উচিত। নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।