বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাট গম্ভুজ মসজিদে ঈদুল ফিতরের প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদের দিন সোমবার সকাল সাড়ে ৭ টায় ষাটগম্ভুজ মসজিদে ফিতরের প্রধান জামাতে ইমামতি করেন খানজাহান আলী (রহ.) মাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ খালিদ। এছাড়াও এ মসজিদে দ্বিতীয় জামায়াত হয় সকাল ৮টা ১৫ মিনিটে এবং সর্বশেষ এবং তৃতীয় জামায়াত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়। বাগেরহাটের প্রত্নত্বত্ত অধিদফতরের কাস্টোডিয়ান মো. জায়েদ এ তথ্য নিশ্চিত করেন। এর আগে পবিত্র ঈদুল ফিতরের নামাজ উপলক্ষ্যে ঐতিহাসিক ষাট গম্ভুজ মসজিদ প্রাঙ্গণে দৃষ্টি নন্দন আলোকসজ্জাসহ সব প্রস্তুতি সম্পন্ন কওে প্রত্নত্বত্ত অধিদফতর ও বাগেরহাট জেলা প্রশাসন। ঈদের নামাজ শেষে বাগেরহাটের জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান বলেন, জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ষাটগম্ভূজ মসজিদে ঈদের নামাজ আদায় করেন। এ ছাড়াও বাগেরহাটের বাইরের অসংখ্য রোজাদার ব্যক্তিরা এখানে ঈদের নামাজ আদায় করেন। এ মসজিদে ঈদুল ফিতরের দ্বিতীয় জামায়াতে ইমামতি করেন ষাট গম্ভুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম নাসির উদ্দিন ও তৃতীয় জামায়াতে ইমামতি করবেন ষাট গম্ভুজ মাদ্রাসার প্রভাষক ও খুলনা মৌলভীপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মো. মাসুম বিল্লাহ। ট্যুরিস্ট পুলিশ বাগেরহাট জোনের ইনচার্জ মো. নুরুল ইসলাম জানান, ষাটগম্ভুজ মসজিদে পবিত্র ঈদ উপলক্ষে সার্বিক নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ সবসময় কর্তব্যকাজ করে থাকে। এ ছাড়া দর্শনার্থীদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ বাগেরহাট জোন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুই শিফটে ডিউটি করে থাকেন।
বুধবার, ০২ এপ্রিল ২০২৫
বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাট গম্ভুজ মসজিদে ঈদুল ফিতরের প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদের দিন সোমবার সকাল সাড়ে ৭ টায় ষাটগম্ভুজ মসজিদে ফিতরের প্রধান জামাতে ইমামতি করেন খানজাহান আলী (রহ.) মাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ খালিদ। এছাড়াও এ মসজিদে দ্বিতীয় জামায়াত হয় সকাল ৮টা ১৫ মিনিটে এবং সর্বশেষ এবং তৃতীয় জামায়াত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়। বাগেরহাটের প্রত্নত্বত্ত অধিদফতরের কাস্টোডিয়ান মো. জায়েদ এ তথ্য নিশ্চিত করেন। এর আগে পবিত্র ঈদুল ফিতরের নামাজ উপলক্ষ্যে ঐতিহাসিক ষাট গম্ভুজ মসজিদ প্রাঙ্গণে দৃষ্টি নন্দন আলোকসজ্জাসহ সব প্রস্তুতি সম্পন্ন কওে প্রত্নত্বত্ত অধিদফতর ও বাগেরহাট জেলা প্রশাসন। ঈদের নামাজ শেষে বাগেরহাটের জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান বলেন, জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ষাটগম্ভূজ মসজিদে ঈদের নামাজ আদায় করেন। এ ছাড়াও বাগেরহাটের বাইরের অসংখ্য রোজাদার ব্যক্তিরা এখানে ঈদের নামাজ আদায় করেন। এ মসজিদে ঈদুল ফিতরের দ্বিতীয় জামায়াতে ইমামতি করেন ষাট গম্ভুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম নাসির উদ্দিন ও তৃতীয় জামায়াতে ইমামতি করবেন ষাট গম্ভুজ মাদ্রাসার প্রভাষক ও খুলনা মৌলভীপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মো. মাসুম বিল্লাহ। ট্যুরিস্ট পুলিশ বাগেরহাট জোনের ইনচার্জ মো. নুরুল ইসলাম জানান, ষাটগম্ভুজ মসজিদে পবিত্র ঈদ উপলক্ষে সার্বিক নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ সবসময় কর্তব্যকাজ করে থাকে। এ ছাড়া দর্শনার্থীদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ বাগেরহাট জোন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুই শিফটে ডিউটি করে থাকেন।