পটুয়াখালীর গলাচিপায় ফুটবল খেলা শেষে বাড়ী ফেরার পথে কাজল নদীতে ট্রলার ডুবীর ঘটনায় নিখোঁজ জামাল শরিফ (২৫) এর মরদেহ ১৫ ঘন্টা পর ভাষমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। জামাল গলাচিপার রতনদি তালতলী ইউনিয়নের দক্ষিন নিমহাওলা গ্রামের কামাল শরিফের ছেলে,
স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষে আয়োজিত ফুটবল খেলতে বন্ধুদের সাথে মঙ্গলবার দশমিনার পাতারচরে যায় জামাল শরিফ। ওইদিন খেলা শেষে অন্যান্যদের সাথে জামাল ট্রলার যোগে বাড়ীর উদ্দ্যেশে রওয়ানা হয়। পথিমধ্যে বিকেল ৫টায় ট্রলারটি কাজল নদী অতিক্রম করার সময় ট্রলারটি ডুবে যায়। এসময় ট্রলারে থাকা অন্যান্যরা সাতরিয়ে উঠতে সক্ষম হলেও জামাল নিখোঁজ থাকে।বুধবার সকাল ৮টার দিকে স্থানীয়রা ভাষমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিলন সিকদার ও ফায়ার সার্ভিস’র পক্ষ থেকে সাংবাদিকদের জানান, ট্রলার ডুবীর খবর পেয়ে তারা ঘটনাস্থলে দ্রুত পৌছায় এবং নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধারের চেষ্টা চালায়। সকাল ৮টায় নিখোঁজ জামাল শরিফের মরদেহ ভেঁষে ওঠে।
বুধবার, ০২ এপ্রিল ২০২৫
পটুয়াখালীর গলাচিপায় ফুটবল খেলা শেষে বাড়ী ফেরার পথে কাজল নদীতে ট্রলার ডুবীর ঘটনায় নিখোঁজ জামাল শরিফ (২৫) এর মরদেহ ১৫ ঘন্টা পর ভাষমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। জামাল গলাচিপার রতনদি তালতলী ইউনিয়নের দক্ষিন নিমহাওলা গ্রামের কামাল শরিফের ছেলে,
স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষে আয়োজিত ফুটবল খেলতে বন্ধুদের সাথে মঙ্গলবার দশমিনার পাতারচরে যায় জামাল শরিফ। ওইদিন খেলা শেষে অন্যান্যদের সাথে জামাল ট্রলার যোগে বাড়ীর উদ্দ্যেশে রওয়ানা হয়। পথিমধ্যে বিকেল ৫টায় ট্রলারটি কাজল নদী অতিক্রম করার সময় ট্রলারটি ডুবে যায়। এসময় ট্রলারে থাকা অন্যান্যরা সাতরিয়ে উঠতে সক্ষম হলেও জামাল নিখোঁজ থাকে।বুধবার সকাল ৮টার দিকে স্থানীয়রা ভাষমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিলন সিকদার ও ফায়ার সার্ভিস’র পক্ষ থেকে সাংবাদিকদের জানান, ট্রলার ডুবীর খবর পেয়ে তারা ঘটনাস্থলে দ্রুত পৌছায় এবং নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধারের চেষ্টা চালায়। সকাল ৮টায় নিখোঁজ জামাল শরিফের মরদেহ ভেঁষে ওঠে।