নেত্রকোনার খালিয়াজুরী ও কেন্দুয়া উপজেলার দুটি পৃথক এলাকায় গ্রামবাসীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮৫ জন আহত হয়েছেন।
বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত খালিয়াজুরীর গাজীপুর ইউনিয়নের পাঁচহাট (বড়হাটি) ও কেন্দুয়ার বলাইশিমুল ইউনিয়নের বলাইশিমুল-ছবিলা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খালিয়াজুরীর পাঁচহাট গ্রামে রাস্তার কাজ নিয়ে আলী জাহান ও শরিফ মিয়ার সমর্থকদের সঙ্গে পারভেজ মিয়ার সমর্থকদের বিরোধ দেখা দেয়। এর জেরে দুই পক্ষের শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান, যেখানে অন্তত ৪৫ জন আহত হন। গুরুতর আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিরা স্থানীয় চিকিৎসা নিচ্ছেন।
এদিকে, কেন্দুয়ার বলাইশিমুল ও ছবিলা গ্রামের মধ্যে ঈদের দিনের একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুপুরে মাইকিং করে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে ছয়টি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খালিয়াজুরী ও কেন্দুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
বুধবার, ০২ এপ্রিল ২০২৫
নেত্রকোনার খালিয়াজুরী ও কেন্দুয়া উপজেলার দুটি পৃথক এলাকায় গ্রামবাসীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮৫ জন আহত হয়েছেন।
বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত খালিয়াজুরীর গাজীপুর ইউনিয়নের পাঁচহাট (বড়হাটি) ও কেন্দুয়ার বলাইশিমুল ইউনিয়নের বলাইশিমুল-ছবিলা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খালিয়াজুরীর পাঁচহাট গ্রামে রাস্তার কাজ নিয়ে আলী জাহান ও শরিফ মিয়ার সমর্থকদের সঙ্গে পারভেজ মিয়ার সমর্থকদের বিরোধ দেখা দেয়। এর জেরে দুই পক্ষের শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান, যেখানে অন্তত ৪৫ জন আহত হন। গুরুতর আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিরা স্থানীয় চিকিৎসা নিচ্ছেন।
এদিকে, কেন্দুয়ার বলাইশিমুল ও ছবিলা গ্রামের মধ্যে ঈদের দিনের একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুপুরে মাইকিং করে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে ছয়টি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খালিয়াজুরী ও কেন্দুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।