মাদারীপুরের শিবচর উপজেলায় সায়েম মোল্লা (৬৫) নামে এক ভ্যানচালককে গলা কেটে হত্যা করা হয়েছে।
বুধবার রাত ১০টার দিকে কাঁঠালবাড়ি ইউনিয়নের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সায়েম মোল্লা শিবচর উপজেলার চরজানাজাত এলাকার বাসিন্দা।
শিবচর থানার ওসি মো. রতন শেখ জানিয়েছেন, ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা সৈকত ঢালী (কেরানীরবাট এলাকার আদম আলী ঢালীর ছেলে) নামের একজনকে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশ গিয়ে আটক সৈকতকে হেফাজতে নেয় এবং নিহতের লাশ উদ্ধার করে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাতে তালতলা এলাকায় রাস্তার পাশে সায়েম মোল্লার গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। এরপর গ্রামবাসী দলবেঁধে চারদিকে ছড়িয়ে পড়ে এবং ভ্যান গাড়িটি উদ্ধারে তৎপর হয়।
প্রায় দুই কিলোমিটার দূরে ভ্যানটি চালিয়ে নিয়ে যাওয়ার সময় সৈকত ঢালীকে আটক করে স্থানীয়রা। পুলিশের উপস্থিতিতে ছিনতাই করা ভ্যান ও হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়।
ওসি রতন শেখ বলেন, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইয়ের উদ্দেশ্যেই সায়েম মোল্লাকে হত্যা করা হয়েছে।”
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫
মাদারীপুরের শিবচর উপজেলায় সায়েম মোল্লা (৬৫) নামে এক ভ্যানচালককে গলা কেটে হত্যা করা হয়েছে।
বুধবার রাত ১০টার দিকে কাঁঠালবাড়ি ইউনিয়নের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সায়েম মোল্লা শিবচর উপজেলার চরজানাজাত এলাকার বাসিন্দা।
শিবচর থানার ওসি মো. রতন শেখ জানিয়েছেন, ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা সৈকত ঢালী (কেরানীরবাট এলাকার আদম আলী ঢালীর ছেলে) নামের একজনকে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশ গিয়ে আটক সৈকতকে হেফাজতে নেয় এবং নিহতের লাশ উদ্ধার করে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাতে তালতলা এলাকায় রাস্তার পাশে সায়েম মোল্লার গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। এরপর গ্রামবাসী দলবেঁধে চারদিকে ছড়িয়ে পড়ে এবং ভ্যান গাড়িটি উদ্ধারে তৎপর হয়।
প্রায় দুই কিলোমিটার দূরে ভ্যানটি চালিয়ে নিয়ে যাওয়ার সময় সৈকত ঢালীকে আটক করে স্থানীয়রা। পুলিশের উপস্থিতিতে ছিনতাই করা ভ্যান ও হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়।
ওসি রতন শেখ বলেন, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইয়ের উদ্দেশ্যেই সায়েম মোল্লাকে হত্যা করা হয়েছে।”