গাজীপুরের শ্রীপুরের ঢাকা- ময়মনসিংহ রেল সড়কের সাতখামাইর রেল স্টেশনে একটি ট্রেনের বগিতে আগুন ধরে গেছে।
বৃহস্পতিবার বেলা এগারোটায় ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনে এই ঘটনা ঘটে। সবশেষ এই রিপোর্ট লেখা পর্যন্ত বেলা ১১টা ৪০ মিনিটে বগিতে আগুন জ্বলছিল। আগুন লাগা বগিটিকে অন্যান্য বগি থেকে আলাদা করে ফেলা হয়েছে। আপাতত ওই সড়কে ট্রেন চলাচল বন্ধ আছে। ট্রেনের যাত্রী মো. ইসমাইল হোসেন বলেন, শ্রীপুর থেকে ছেড়ে আসার পর সাতখামাইর রেলস্টেশনের কাছাকাছি পৌছলে এর পাওয়া কার বগিতে হঠাৎ আগুন দেখা যায়। আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর ট্রেন সেখানে থামানো হয়। পরে প্রকৌশলীদের চেষ্টায় বগিটিকে মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন করে দূরে সরিয়ে রাখা হয়। শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. সাইদুর রহমান বলেন, মহুয়া কমিউটার ট্রেনের বগিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস খবর দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫
গাজীপুরের শ্রীপুরের ঢাকা- ময়মনসিংহ রেল সড়কের সাতখামাইর রেল স্টেশনে একটি ট্রেনের বগিতে আগুন ধরে গেছে।
বৃহস্পতিবার বেলা এগারোটায় ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনে এই ঘটনা ঘটে। সবশেষ এই রিপোর্ট লেখা পর্যন্ত বেলা ১১টা ৪০ মিনিটে বগিতে আগুন জ্বলছিল। আগুন লাগা বগিটিকে অন্যান্য বগি থেকে আলাদা করে ফেলা হয়েছে। আপাতত ওই সড়কে ট্রেন চলাচল বন্ধ আছে। ট্রেনের যাত্রী মো. ইসমাইল হোসেন বলেন, শ্রীপুর থেকে ছেড়ে আসার পর সাতখামাইর রেলস্টেশনের কাছাকাছি পৌছলে এর পাওয়া কার বগিতে হঠাৎ আগুন দেখা যায়। আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর ট্রেন সেখানে থামানো হয়। পরে প্রকৌশলীদের চেষ্টায় বগিটিকে মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন করে দূরে সরিয়ে রাখা হয়। শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. সাইদুর রহমান বলেন, মহুয়া কমিউটার ট্রেনের বগিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস খবর দেওয়া হয়েছে।