নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রাচীন রীতি অনুসরণ করে দুটি বাড়িতে ডাকাতি করার হুমকি দিয়েছে ডাকাত দল। সব কিছু রেডি রাখার জন্য বাড়ির মালিককে প্রথম দফায় চিঠি দিয়ে হুমকি দেয়ার পর এবার দ্বিতীয় দফায় দেয়ালে ‘আমরা আসবো’ লেখা কাগজ সাঁটিয়ে হুমকি দেয়া হয়েছে। সোনারগাঁও পৌরসভা এলাকার সাবেক কাউন্সিলর ও তার চাচাতো ভাইয়ের বাড়িতে হাতে লেখা কাগজ সাঁটিয়ে হুমকি দেয়া হয়।
জানা গেছে, সোনারগাঁও পৌরসভার সাবেক কাউন্সিলর ঔষধ ব্যবসায়ী কৃষ্ণনগর গ্রামের আমির হোসেন ভূঁইয়া ও তার চাচাতো ভাই দলিল লিখক আব্দুর রউফ ভূঁইয়ার বাড়িতে ডাকাতির হুমকি দিয়ে সাদা কাগজে হাতে লিখা ‘আমরা আসবো’ বলে গত মঙ্গলবার রাতের কোনো এক সময় বাড়ির দেয়ালে কয়েকটি কাগজ সাঁটিয়ে রাখে। বুধবার তারা তা দেখতে পেয়ে স্থানীয়দের জানালে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাবেক কাউন্সিলর আমির হোসেন ভূঁইয়া জানান, প্রথমে গত ২৫ মার্চ তার ও তার চাচাতো ভাই দলিল লেখক আব্দুর রউফ ভূঁইয়ার বাড়িতে যেকোনো সময় ডাকাতি করার হুমকি দিয়ে চিঠি ফেলে যায় কে বা কারা। যাতে লেখা ছিল সব কিছু রেডি রাখবি, আমরা আসবো। বিষয়টি নিয়ে তখন কেউ তেমন একটা গুরুত্ব দেয়নি। এরপর আবারও মঙ্গলবার রাতে বাড়ির দেয়ালে হাতে লেখা কয়েকটি কাগজে ‘আমরা আসবো ১৫-০৪-২০২৫’ সাঁটিয়ে রাখে।
সেখানে কয়েকটাতে লেখা হয় আমরা আসবো, সব কিছু রেডি রাখবি, নইলে কোপ দিমু, তোদের কাছের মানুষ। ৭-৮ বছর আগে একবার ডাকাত দল আমাদের বাড়িতে হানা দেয়। ওই সময়ে সবাই সজাগ হয়ে যাওয়ায় তেমন কিছু নিতে পারেনি। আমাদের কারও সঙ্গে কারো শত্রুতা নেই, তবে জমি নিয়ে প্রতিবেশীর সঙ্গে আদালতে মামলা চলমান রয়েছে। ডাকাতি করার হুমকি দিয়ে চিঠি দেয়া ও দেয়ালে কাগজ সাঁটানোর ঘটনায় তাদের পরিবার আতঙ্কে রয়েছেন। সাবেক কাউন্সিলরের বাড়িতে হুমকি দেয়ার ঘটনা প্রকাশ্যে আসায় স্থানীয়দের মধ্যেও বিরাজ করছে ডাকাত আতঙ্ক। বয়োবৃদ্ধ কয়েকজন জানান, এক থেকে দেড়শ বছর আগে ডাকাতরা এমন ভাবে চিঠি দিয়ে দিন তারিখ উল্লেখ করে মানুষের বাড়িতে ডাকাতি করতো। আবার অনেক সময় যেই তারিখে আসবে লিখতো হয়তো তার আগে বা পরে সুযোগ মতো এসে ডাকাতি করে মালামাল নিয়ে যেতো। তাছাড়া যাদের বাড়িতে দিত তারা প্রাণ ভয়ে ডাকাতদের জন্য মালামাল রেডি করে রাখতো।
কমিশনারের বাড়িতে চিঠি দিয়ে হয়তো সেই প্রাচীন রীতি অনুসরণ করছে ডাকাত দল। চিঠি দিয়ে ডাকাতির হুমকির ঘটনায় সাবেক আমির হোসেন সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান জানান, চিঠি দিয়ে ও দেয়ালে কাগজ সাঁটিয়ে ডাকাতির হুমকি বিষয়ে অভিযোগ করেছেন সাবেক কাউন্সিলর আমির হোসেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং নজরদারী বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রাচীন রীতি অনুসরণ করে দুটি বাড়িতে ডাকাতি করার হুমকি দিয়েছে ডাকাত দল। সব কিছু রেডি রাখার জন্য বাড়ির মালিককে প্রথম দফায় চিঠি দিয়ে হুমকি দেয়ার পর এবার দ্বিতীয় দফায় দেয়ালে ‘আমরা আসবো’ লেখা কাগজ সাঁটিয়ে হুমকি দেয়া হয়েছে। সোনারগাঁও পৌরসভা এলাকার সাবেক কাউন্সিলর ও তার চাচাতো ভাইয়ের বাড়িতে হাতে লেখা কাগজ সাঁটিয়ে হুমকি দেয়া হয়।
জানা গেছে, সোনারগাঁও পৌরসভার সাবেক কাউন্সিলর ঔষধ ব্যবসায়ী কৃষ্ণনগর গ্রামের আমির হোসেন ভূঁইয়া ও তার চাচাতো ভাই দলিল লিখক আব্দুর রউফ ভূঁইয়ার বাড়িতে ডাকাতির হুমকি দিয়ে সাদা কাগজে হাতে লিখা ‘আমরা আসবো’ বলে গত মঙ্গলবার রাতের কোনো এক সময় বাড়ির দেয়ালে কয়েকটি কাগজ সাঁটিয়ে রাখে। বুধবার তারা তা দেখতে পেয়ে স্থানীয়দের জানালে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাবেক কাউন্সিলর আমির হোসেন ভূঁইয়া জানান, প্রথমে গত ২৫ মার্চ তার ও তার চাচাতো ভাই দলিল লেখক আব্দুর রউফ ভূঁইয়ার বাড়িতে যেকোনো সময় ডাকাতি করার হুমকি দিয়ে চিঠি ফেলে যায় কে বা কারা। যাতে লেখা ছিল সব কিছু রেডি রাখবি, আমরা আসবো। বিষয়টি নিয়ে তখন কেউ তেমন একটা গুরুত্ব দেয়নি। এরপর আবারও মঙ্গলবার রাতে বাড়ির দেয়ালে হাতে লেখা কয়েকটি কাগজে ‘আমরা আসবো ১৫-০৪-২০২৫’ সাঁটিয়ে রাখে।
সেখানে কয়েকটাতে লেখা হয় আমরা আসবো, সব কিছু রেডি রাখবি, নইলে কোপ দিমু, তোদের কাছের মানুষ। ৭-৮ বছর আগে একবার ডাকাত দল আমাদের বাড়িতে হানা দেয়। ওই সময়ে সবাই সজাগ হয়ে যাওয়ায় তেমন কিছু নিতে পারেনি। আমাদের কারও সঙ্গে কারো শত্রুতা নেই, তবে জমি নিয়ে প্রতিবেশীর সঙ্গে আদালতে মামলা চলমান রয়েছে। ডাকাতি করার হুমকি দিয়ে চিঠি দেয়া ও দেয়ালে কাগজ সাঁটানোর ঘটনায় তাদের পরিবার আতঙ্কে রয়েছেন। সাবেক কাউন্সিলরের বাড়িতে হুমকি দেয়ার ঘটনা প্রকাশ্যে আসায় স্থানীয়দের মধ্যেও বিরাজ করছে ডাকাত আতঙ্ক। বয়োবৃদ্ধ কয়েকজন জানান, এক থেকে দেড়শ বছর আগে ডাকাতরা এমন ভাবে চিঠি দিয়ে দিন তারিখ উল্লেখ করে মানুষের বাড়িতে ডাকাতি করতো। আবার অনেক সময় যেই তারিখে আসবে লিখতো হয়তো তার আগে বা পরে সুযোগ মতো এসে ডাকাতি করে মালামাল নিয়ে যেতো। তাছাড়া যাদের বাড়িতে দিত তারা প্রাণ ভয়ে ডাকাতদের জন্য মালামাল রেডি করে রাখতো।
কমিশনারের বাড়িতে চিঠি দিয়ে হয়তো সেই প্রাচীন রীতি অনুসরণ করছে ডাকাত দল। চিঠি দিয়ে ডাকাতির হুমকির ঘটনায় সাবেক আমির হোসেন সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান জানান, চিঠি দিয়ে ও দেয়ালে কাগজ সাঁটিয়ে ডাকাতির হুমকি বিষয়ে অভিযোগ করেছেন সাবেক কাউন্সিলর আমির হোসেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং নজরদারী বাড়ানো হয়েছে।