কালিহাতী (টাঙ্গাইল) : খুনিদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন -সংবাদ
টাঙ্গাইলের কালিহাতীর মাইস্তা নয়াপাড়া গ্রামের সেচপাম্প নিয়ে বিরোধের জেরে গত ১৩ জানুয়ারি এলোপাথাড়ি মেরে আব্দুল আজিজ তালুকদার (৬০) নিহতের ঘটনায় খুনিদের ফাঁসি ও পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও নিহতের পরিবার।
বুধবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার নারান্দিয়া টি. আর. কে. এন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নিহতের মেয়ে আনিকা বলেন, আমার বাবার সাথে আমাদের সেচ পাম্প নিয়ে প্রায় দুই বছর ধরে একই গ্রামের আসাদুল, আসলাম, আজাদ ও নগরবাড়ী গ্রামের রাজু ও দুলালদের সাথে বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় তারা গত ১৩ জানুয়ারি আমার বাবা সেচপাম্পে গেলে আসামিরা মারপিট করলে ১৪ জানুয়ারি হাসপাতালে বাবা মারা যান।
এ বিষয়ে তাদের বিরুদ্ধে কালিহাতী থানায় মামলা দায়ের হলে এক নাম্বার আসামি আসাদুলকে গ্রেপ্তার করা হলেও অন্য কোন আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। তিনি আরও জানান, আমাদের কোনো ভাই না থাকায় আসামিরা মামলা তুলে নিতে আমাদের চার বোনকে বিভিন্ন হুমকি দিয়ে আসছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি। প্রশাসনের নিকট আসামিদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ও ফাঁসির দাবি জানাচ্ছি’।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহতের চার মেয়ে আনিকা (২৬) মিম (২২), মিতু (১৭) মরিয়ম (১৪), মেয়ের জামাই শামীম প্রমুখ। মানববন্ধনে এলাকার নানা শ্রেণী পেশার শতাধিক লোকজন অংশ নেন।
কালিহাতী থানার ওসি মো. আবুল কালাম ভূইয়া জানান, আব্দুল আজিজ তালুকদারের
পরিবার নিরাপত্তাহীনতায় আছে এ বিষয়ে পরিবারের কেউ কখনো অবগত করেনি। তিনি আরও বলেন, বিচার কার্যক্রম একটু সময় লাগবে আমাদের পক্ষ থেকে বাকি আসামিদের গ্রেপ্তার করার জন্য কাজ করে যাচ্ছে।
কালিহাতী (টাঙ্গাইল) : খুনিদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন -সংবাদ
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫
টাঙ্গাইলের কালিহাতীর মাইস্তা নয়াপাড়া গ্রামের সেচপাম্প নিয়ে বিরোধের জেরে গত ১৩ জানুয়ারি এলোপাথাড়ি মেরে আব্দুল আজিজ তালুকদার (৬০) নিহতের ঘটনায় খুনিদের ফাঁসি ও পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও নিহতের পরিবার।
বুধবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার নারান্দিয়া টি. আর. কে. এন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নিহতের মেয়ে আনিকা বলেন, আমার বাবার সাথে আমাদের সেচ পাম্প নিয়ে প্রায় দুই বছর ধরে একই গ্রামের আসাদুল, আসলাম, আজাদ ও নগরবাড়ী গ্রামের রাজু ও দুলালদের সাথে বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় তারা গত ১৩ জানুয়ারি আমার বাবা সেচপাম্পে গেলে আসামিরা মারপিট করলে ১৪ জানুয়ারি হাসপাতালে বাবা মারা যান।
এ বিষয়ে তাদের বিরুদ্ধে কালিহাতী থানায় মামলা দায়ের হলে এক নাম্বার আসামি আসাদুলকে গ্রেপ্তার করা হলেও অন্য কোন আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। তিনি আরও জানান, আমাদের কোনো ভাই না থাকায় আসামিরা মামলা তুলে নিতে আমাদের চার বোনকে বিভিন্ন হুমকি দিয়ে আসছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি। প্রশাসনের নিকট আসামিদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ও ফাঁসির দাবি জানাচ্ছি’।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহতের চার মেয়ে আনিকা (২৬) মিম (২২), মিতু (১৭) মরিয়ম (১৪), মেয়ের জামাই শামীম প্রমুখ। মানববন্ধনে এলাকার নানা শ্রেণী পেশার শতাধিক লোকজন অংশ নেন।
কালিহাতী থানার ওসি মো. আবুল কালাম ভূইয়া জানান, আব্দুল আজিজ তালুকদারের
পরিবার নিরাপত্তাহীনতায় আছে এ বিষয়ে পরিবারের কেউ কখনো অবগত করেনি। তিনি আরও বলেন, বিচার কার্যক্রম একটু সময় লাগবে আমাদের পক্ষ থেকে বাকি আসামিদের গ্রেপ্তার করার জন্য কাজ করে যাচ্ছে।