লালমাই (কুমিল্লা) : হরিশ্চর ইউনিয়ন হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে বেলুন উড়িয়ে পুনঃর্মিলনী অনুষ্ঠান উদ্বোধন -সংবাদ
ডাকাতিয়া নদীর কোল ঘেষে ১৯৪৯ সালের জানুয়ারি মাসে পথচলা শুরু করে ২০২৫ সালেও সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ৭৬ বছরের বিদ্যাপীঠ হরিশ্চর ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজ, আপন আলোয় আলোকিত উপজেলায়, জেলায় ও বিশ্ব মাঝে। ১৯৫২ সালে এসএসসি পরীক্ষায় শতভাগ পাশের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠানের সাফল্য ও অর্জনের পথচলার সূচনা হয়।
‘নীড়ে ফেরা স্মৃতির টানে, মিলি প্রীতির বন্ধনে’ এ স্লোগানে কুমিল্লার লালমাই উপজেলার হরিশ্চর ইউনিয়ন হাইস্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের ৪র্থতম পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
বুধবার হরিশ্চর ইউনিয়ন হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে সকাল ৮টায় বেলুন উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে আনন্দ র্যালি শেষ করে সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে মূল অনুষ্ঠানের যাত্রা শুরু হয়। এ বর্ণিল আয়োজনে প্রায় ১০ হাজার সাবেক-বর্তমান ছাত্রছাত্রী ও শিক্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
পুনর্মিলনী উদযাপন পরিষদের সভাপতি ও পিনাকী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলামের সভাপতিত্বে এবং প্রাক্তন ছাত্র মজুমদার জুয়েল, ডা. আশিকুর রহমান ও মুহাম্মদ নজরুল ইসলামের যৌথ সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন পুনর্মিলনী উদযাপন পরিষদের সমন্বয়ক ডা. সালেহ আহমেদ।
বর্তমানে প্রতিষ্ঠানটির ভূমির পরিমাণ ৩.৫১ একর। হরিশ্চর নামটি প্রসিদ্ধ হওয়ার একমাত্র কারণ হরিশ্চর ইউনিয়ন হাইস্কুল। যুগ যুগ ধরে সাফল্যের দ্যুতি ছড়িয়েছে সুদূর মার্কিন মুল্লুকের মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) ও হালের ইনটেল কর্পোরেশন পর্যন্ত।
লালমাই (কুমিল্লা) : হরিশ্চর ইউনিয়ন হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে বেলুন উড়িয়ে পুনঃর্মিলনী অনুষ্ঠান উদ্বোধন -সংবাদ
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫
ডাকাতিয়া নদীর কোল ঘেষে ১৯৪৯ সালের জানুয়ারি মাসে পথচলা শুরু করে ২০২৫ সালেও সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ৭৬ বছরের বিদ্যাপীঠ হরিশ্চর ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজ, আপন আলোয় আলোকিত উপজেলায়, জেলায় ও বিশ্ব মাঝে। ১৯৫২ সালে এসএসসি পরীক্ষায় শতভাগ পাশের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠানের সাফল্য ও অর্জনের পথচলার সূচনা হয়।
‘নীড়ে ফেরা স্মৃতির টানে, মিলি প্রীতির বন্ধনে’ এ স্লোগানে কুমিল্লার লালমাই উপজেলার হরিশ্চর ইউনিয়ন হাইস্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের ৪র্থতম পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
বুধবার হরিশ্চর ইউনিয়ন হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে সকাল ৮টায় বেলুন উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে আনন্দ র্যালি শেষ করে সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে মূল অনুষ্ঠানের যাত্রা শুরু হয়। এ বর্ণিল আয়োজনে প্রায় ১০ হাজার সাবেক-বর্তমান ছাত্রছাত্রী ও শিক্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
পুনর্মিলনী উদযাপন পরিষদের সভাপতি ও পিনাকী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলামের সভাপতিত্বে এবং প্রাক্তন ছাত্র মজুমদার জুয়েল, ডা. আশিকুর রহমান ও মুহাম্মদ নজরুল ইসলামের যৌথ সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন পুনর্মিলনী উদযাপন পরিষদের সমন্বয়ক ডা. সালেহ আহমেদ।
বর্তমানে প্রতিষ্ঠানটির ভূমির পরিমাণ ৩.৫১ একর। হরিশ্চর নামটি প্রসিদ্ধ হওয়ার একমাত্র কারণ হরিশ্চর ইউনিয়ন হাইস্কুল। যুগ যুগ ধরে সাফল্যের দ্যুতি ছড়িয়েছে সুদূর মার্কিন মুল্লুকের মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) ও হালের ইনটেল কর্পোরেশন পর্যন্ত।