গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে শাহজাদপুর উপজেলার উল্টাডাব গ্রামে বিবদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার সকাল ১১টায় মোল্লা ও সরদার গোষ্ঠী এবং প্রামানিক ও সরদার গোষ্ঠীর মধ্যে দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। ২ ঘন্টাব্যাপী সংঘর্ষ চলাকালে নারীসহ ১৫ জন আহত হয়েছেন। এ সময় উল্টাডাব বাজারের কয়েকটি দোকানে ব্যাপক লুটপাট ও ভাঙচুর করা হয়। জানা গেছে , গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোকন সরদার ও মানিক মোল্লা গ্রুপ এবং সবুজ প্রামাণিক ও হাবিবুল্লাহ সরদার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। ইতিপূর্বে দুই গ্রুপের মধ্যে একাধিকবার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে এবং আনিস প্রামানিক নামে একজন নিহতও হয়েছেন। এলাকাবাসী জানান, ঈদের দিন দুপুরে উল্টাডাব বাজারে দুই গ্রুপের সমর্থকদের মধ্যে বাগবিতন্ডা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে রোকন গ্রুপের লোকজন সবুজ গ্রুপের সমর্থকদের দোকানপাটে হামলা চালায় এবং লাল মিয়া নামে একজনকে বেদম মারপিট করে। ওই ঘটনার জের ধরে সবুজ গ্রুপের লোকজন সাবেক ইউপি সদস্য আব্দুস সালামের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে। ঈদের পরদিন সকাল ১১টায় পূর্ব বিরোধের জের ধরে দুই গ্রুপের সমর্থকরা লাঠিসোঁটা, হাসুয়া, ফালা, টেটা, বল্লম, ঢাল সহ দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় । দফায় দফায় সংঘর্ষ চলাকালে শাহজাদপুর-চৌহালী আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয় যায। এ সময় রোকন গ্রুপের লোকজন সবুজ গ্রুপের সমর্থক আব্দুল হালিমের মুদি দোকান, হাজী লুৎফর ও শিহাবের ভূষির দোকানসহ ৫টি দোকানে ব্যাপক লুটপাট করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বুধবার শাহজাদপুর থানার পরিদর্শক (অপারেশন) আবু সাঈদ জনান, গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। এমফ রিপোর্ট লেখা পর্যন্ত এই ঘটনায় কোন পক্ষই থানায় কোনো অভিযোগ দায়ের করেননি।
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫
গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে শাহজাদপুর উপজেলার উল্টাডাব গ্রামে বিবদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার সকাল ১১টায় মোল্লা ও সরদার গোষ্ঠী এবং প্রামানিক ও সরদার গোষ্ঠীর মধ্যে দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। ২ ঘন্টাব্যাপী সংঘর্ষ চলাকালে নারীসহ ১৫ জন আহত হয়েছেন। এ সময় উল্টাডাব বাজারের কয়েকটি দোকানে ব্যাপক লুটপাট ও ভাঙচুর করা হয়। জানা গেছে , গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোকন সরদার ও মানিক মোল্লা গ্রুপ এবং সবুজ প্রামাণিক ও হাবিবুল্লাহ সরদার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। ইতিপূর্বে দুই গ্রুপের মধ্যে একাধিকবার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে এবং আনিস প্রামানিক নামে একজন নিহতও হয়েছেন। এলাকাবাসী জানান, ঈদের দিন দুপুরে উল্টাডাব বাজারে দুই গ্রুপের সমর্থকদের মধ্যে বাগবিতন্ডা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে রোকন গ্রুপের লোকজন সবুজ গ্রুপের সমর্থকদের দোকানপাটে হামলা চালায় এবং লাল মিয়া নামে একজনকে বেদম মারপিট করে। ওই ঘটনার জের ধরে সবুজ গ্রুপের লোকজন সাবেক ইউপি সদস্য আব্দুস সালামের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে। ঈদের পরদিন সকাল ১১টায় পূর্ব বিরোধের জের ধরে দুই গ্রুপের সমর্থকরা লাঠিসোঁটা, হাসুয়া, ফালা, টেটা, বল্লম, ঢাল সহ দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় । দফায় দফায় সংঘর্ষ চলাকালে শাহজাদপুর-চৌহালী আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয় যায। এ সময় রোকন গ্রুপের লোকজন সবুজ গ্রুপের সমর্থক আব্দুল হালিমের মুদি দোকান, হাজী লুৎফর ও শিহাবের ভূষির দোকানসহ ৫টি দোকানে ব্যাপক লুটপাট করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বুধবার শাহজাদপুর থানার পরিদর্শক (অপারেশন) আবু সাঈদ জনান, গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। এমফ রিপোর্ট লেখা পর্যন্ত এই ঘটনায় কোন পক্ষই থানায় কোনো অভিযোগ দায়ের করেননি।