নাটোরের সিংড়ায় কয়েলের আগুনে বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে দিনমজুর সুলতান আহমেদের। গত মঙ্গলবার দিনগত রাত ২টায় উপজেলার শেরকোল ইউনিয়নের পুঠিমারি নদীর উত্তরপাড় এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মশার কোয়েল থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে গত বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ টাকা ও চাল তুলে দেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে দিনমজুর সুলতান আহমেদের একটি ঘরসহ আসবাবপত্র, নগদ টাকা পুড়ে গেছে। আমি সেখানে গিয়ে নগদ টাকা, চাল এবং বিছানার জন্য কম্বল দিয়েছি। পরবর্তীতে টিন তাদেরকে দেয়া হবে।
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫
নাটোরের সিংড়ায় কয়েলের আগুনে বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে দিনমজুর সুলতান আহমেদের। গত মঙ্গলবার দিনগত রাত ২টায় উপজেলার শেরকোল ইউনিয়নের পুঠিমারি নদীর উত্তরপাড় এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মশার কোয়েল থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে গত বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ টাকা ও চাল তুলে দেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে দিনমজুর সুলতান আহমেদের একটি ঘরসহ আসবাবপত্র, নগদ টাকা পুড়ে গেছে। আমি সেখানে গিয়ে নগদ টাকা, চাল এবং বিছানার জন্য কম্বল দিয়েছি। পরবর্তীতে টিন তাদেরকে দেয়া হবে।