সুনামগঞ্জের জগন্নাথপুরে বাড়ির রাস্তার জায়গা নিয়ে দুই পক্ষের দুই দফা সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের নলুয়া নোয়াগাঁও গ্রামে। অধিকাংশ আহতকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয়রা জানান, বাড়ির জায়গার মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে নলুয়া নোয়াগাঁও গ্রামের মন্তেশ্বর আলী ও চান মিয়ার লোকজনের মধ্যে বিরোধ চলে আসছে। এর মধ্যে নিজ মালিকানা জায়গার উপর দিয়ে বাড়ির রাস্তার সংযোগ করতে যাওয়া নিয়ে গত মঙ্গলবার বিকেলে দুই পক্ষের লোকজনের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বৃষ্টির মতো ইটপাটকেল ছোড়া হয়। সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় মন্তেশ্বর আলী পক্ষের লোকজন বেশি আহত হন বলে স্থানীয়রা জানান এবং তাদের বাড়িঘরও ভাংচুর করা হয়।
জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঞা জানান, সংঘর্ষের ঘটনায় থানায় অভিযোগ পেয়েছি। এই ঘটনায় থানায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫
সুনামগঞ্জের জগন্নাথপুরে বাড়ির রাস্তার জায়গা নিয়ে দুই পক্ষের দুই দফা সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের নলুয়া নোয়াগাঁও গ্রামে। অধিকাংশ আহতকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয়রা জানান, বাড়ির জায়গার মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে নলুয়া নোয়াগাঁও গ্রামের মন্তেশ্বর আলী ও চান মিয়ার লোকজনের মধ্যে বিরোধ চলে আসছে। এর মধ্যে নিজ মালিকানা জায়গার উপর দিয়ে বাড়ির রাস্তার সংযোগ করতে যাওয়া নিয়ে গত মঙ্গলবার বিকেলে দুই পক্ষের লোকজনের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বৃষ্টির মতো ইটপাটকেল ছোড়া হয়। সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় মন্তেশ্বর আলী পক্ষের লোকজন বেশি আহত হন বলে স্থানীয়রা জানান এবং তাদের বাড়িঘরও ভাংচুর করা হয়।
জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঞা জানান, সংঘর্ষের ঘটনায় থানায় অভিযোগ পেয়েছি। এই ঘটনায় থানায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।