রংপুরের পীরগঞ্জে নিখোঁজের ১২দিন পর পুকুরে ভেসে উঠা ব্যবসায়ী হারুন উর রশিদ (৪৫) নামের লাশ উদ্ধার করেছে পীরগঞ্জ থানার পুলিশ। ময়না তদন্তের পরবৃহস্পতিবার তার লাশ দাফন করা হয়। পুলিশ জানায়, উপজেলার বড়দরগাহ ইউপি’র ঢোড়াকান্দর গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে ও বড়দরগাহ বাজারের পান-সুপারি ব্যবসায়ী হারুন উর রশিদ (৪৫) ওরফে হারুন বিগত ২২ মার্চ শনিবার রাতে নিখোঁজ হয়। গত বুধবার পুলিশ চৈত্রকোল ইউনিয়নের চৈত্রকোল বিলের ছোট একটি পুকুর থেকে ভেসে উঠা হারুনের অর্ধ-গলিত লাশ উদ্ধার করে। ভেন্ডাবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনস্পেক্টর খায়রুল ইসলাম জানান, শাল্টি মৌজার তোফাজ্জল নামের এক ব্যক্তি গবাদিপশুর খাদ্য সংগ্রহে চৈত্রকোল বিলে ঘাস কাটতে যায়। ধানের জমির আইলে ঘাস কাটার সময়ে বর্ণিত পুকুর থেকে দুর্গন্ধ ভেসে আসে। পুকুরের কাছে গিয়ে কচুরিপানার ফাঁকে মানুষের লাশ ভেসে থাকতে দেখে চিৎকার চেঁচামেচি করে। খবর পেয়ে নিখোঁজ হারুনের স্বজনরা ঘটনাস্থলে আসে এবং লাশ সনাক্ত করে। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ ফারুক জানান, লাশ অর্ধগলিত থাকায় গলায় ছুরি বা অন্য কিছুর আঘাত থাকলেও তা স্পষ্ট বোঝা যাচ্ছে না। ময়না তদন্তের রির্পোটে স্পষ্ট জানা যাবে।
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫
রংপুরের পীরগঞ্জে নিখোঁজের ১২দিন পর পুকুরে ভেসে উঠা ব্যবসায়ী হারুন উর রশিদ (৪৫) নামের লাশ উদ্ধার করেছে পীরগঞ্জ থানার পুলিশ। ময়না তদন্তের পরবৃহস্পতিবার তার লাশ দাফন করা হয়। পুলিশ জানায়, উপজেলার বড়দরগাহ ইউপি’র ঢোড়াকান্দর গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে ও বড়দরগাহ বাজারের পান-সুপারি ব্যবসায়ী হারুন উর রশিদ (৪৫) ওরফে হারুন বিগত ২২ মার্চ শনিবার রাতে নিখোঁজ হয়। গত বুধবার পুলিশ চৈত্রকোল ইউনিয়নের চৈত্রকোল বিলের ছোট একটি পুকুর থেকে ভেসে উঠা হারুনের অর্ধ-গলিত লাশ উদ্ধার করে। ভেন্ডাবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনস্পেক্টর খায়রুল ইসলাম জানান, শাল্টি মৌজার তোফাজ্জল নামের এক ব্যক্তি গবাদিপশুর খাদ্য সংগ্রহে চৈত্রকোল বিলে ঘাস কাটতে যায়। ধানের জমির আইলে ঘাস কাটার সময়ে বর্ণিত পুকুর থেকে দুর্গন্ধ ভেসে আসে। পুকুরের কাছে গিয়ে কচুরিপানার ফাঁকে মানুষের লাশ ভেসে থাকতে দেখে চিৎকার চেঁচামেচি করে। খবর পেয়ে নিখোঁজ হারুনের স্বজনরা ঘটনাস্থলে আসে এবং লাশ সনাক্ত করে। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ ফারুক জানান, লাশ অর্ধগলিত থাকায় গলায় ছুরি বা অন্য কিছুর আঘাত থাকলেও তা স্পষ্ট বোঝা যাচ্ছে না। ময়না তদন্তের রির্পোটে স্পষ্ট জানা যাবে।