রংপুরের পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পুর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে গত বুধবার। ওই দিন দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসব পালন করেন বিদ্যালয়ের বর্তমান ও পুরাতন শিক্ষার্থীরা। সকাল ১০ টায় একটি বিশাল বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় মিলিত হন তারা। এতে স্মৃতিচারণমূলক আলোচনা করেন পীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী, বেরোবি’র সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুহা. জলিল মিয়া, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফর রহমান, আয়োজক কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. আসাদুজ্জামান মনজু। আলোচনা সভা শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন স্কুলের সাবেক শিক্ষার্থীরা। এছাড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মুল আকর্ষণ ছিলো বাংলাদেশের জনপ্রিয় দুই সঙ্গীত শিল্পী মুনিয়া মুন ও ঐশী। রাত ৯ টা থেকে ১২ টা পর্যন্ত চলে দুই শিল্পীর পরিবেশনা। এছাড়াও ৮০ বছর পূর্তি উৎসব উপলক্ষে ”দুরত্ব কৈশোর” নামে স্বরনিকা প্রকাশ করা হয়। প্রাক্তন শির্ক্ষাথী স্বরণিকা ও ম্যাগাজিন প্রকাশনা উপ-কমিটির আহবায়ক আব্দুল্লাহীল কাফি মাসুম, মমিনুল হক দোয়েল। সাংবাদিক মাজহারুল আলম মিলন জানান, ৮০ বছর পূর্তি উৎসবে নির্মিত ৪৬ জন প্রয়াত শিক্ষকদের নামের তালিকা সম্মিলিত ”গুরুগৃহ স্মরণ”-এর ফলকটি কালের স্বাক্ষী হয়ে থাকবে।
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫
রংপুরের পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পুর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে গত বুধবার। ওই দিন দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসব পালন করেন বিদ্যালয়ের বর্তমান ও পুরাতন শিক্ষার্থীরা। সকাল ১০ টায় একটি বিশাল বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় মিলিত হন তারা। এতে স্মৃতিচারণমূলক আলোচনা করেন পীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী, বেরোবি’র সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুহা. জলিল মিয়া, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফর রহমান, আয়োজক কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. আসাদুজ্জামান মনজু। আলোচনা সভা শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন স্কুলের সাবেক শিক্ষার্থীরা। এছাড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মুল আকর্ষণ ছিলো বাংলাদেশের জনপ্রিয় দুই সঙ্গীত শিল্পী মুনিয়া মুন ও ঐশী। রাত ৯ টা থেকে ১২ টা পর্যন্ত চলে দুই শিল্পীর পরিবেশনা। এছাড়াও ৮০ বছর পূর্তি উৎসব উপলক্ষে ”দুরত্ব কৈশোর” নামে স্বরনিকা প্রকাশ করা হয়। প্রাক্তন শির্ক্ষাথী স্বরণিকা ও ম্যাগাজিন প্রকাশনা উপ-কমিটির আহবায়ক আব্দুল্লাহীল কাফি মাসুম, মমিনুল হক দোয়েল। সাংবাদিক মাজহারুল আলম মিলন জানান, ৮০ বছর পূর্তি উৎসবে নির্মিত ৪৬ জন প্রয়াত শিক্ষকদের নামের তালিকা সম্মিলিত ”গুরুগৃহ স্মরণ”-এর ফলকটি কালের স্বাক্ষী হয়ে থাকবে।