কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএসএফের রাবার বুলেটে এক ভারতীয় চোরাকারবারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার গোড়কমন্ডল সীমান্তের ৯২৯ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের ৩ নম্বর সাব পিলারের পাশে শুন্য লাইন থেকে ২শ গজ ভারতের অভ্যন্তরে ভারতীয় মরাকুটি ভোরাম পয়োস্তি এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধীন গোড়কমন্ডল বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্তে টহল জোরদার করে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে। পরে সকাল সাড়ে ৮টা থেকে সকাল ৯টা পর্যন্ত ওই সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে গোড়কমন্ডল ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার ফিরোজ এবং বিএসএফের পক্ষে ৩ বিএসএফ ব্যাটলিয়নের অধীন ভারবান্দা গিদালদহ ক্যাম্পের কমান্ডার গিরিশ চন্দ্র নেতৃত্ব দেন। পতাকা বৈঠকের পর সকাল ১০টায় ঘটনাস্থল থেকে নিহত চোরাকারবারীর মরদেহ নিয়ে যায় বিএসএফ। নিহত ব্যক্তির নাম জাহানুর আলম। তিনি ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার গিদালদহ এলাকার ভোরাম পয়োস্তি গ্রামের কবিদুল ইসলামের ছেলে।
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএসএফের রাবার বুলেটে এক ভারতীয় চোরাকারবারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার গোড়কমন্ডল সীমান্তের ৯২৯ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের ৩ নম্বর সাব পিলারের পাশে শুন্য লাইন থেকে ২শ গজ ভারতের অভ্যন্তরে ভারতীয় মরাকুটি ভোরাম পয়োস্তি এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধীন গোড়কমন্ডল বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্তে টহল জোরদার করে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে। পরে সকাল সাড়ে ৮টা থেকে সকাল ৯টা পর্যন্ত ওই সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে গোড়কমন্ডল ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার ফিরোজ এবং বিএসএফের পক্ষে ৩ বিএসএফ ব্যাটলিয়নের অধীন ভারবান্দা গিদালদহ ক্যাম্পের কমান্ডার গিরিশ চন্দ্র নেতৃত্ব দেন। পতাকা বৈঠকের পর সকাল ১০টায় ঘটনাস্থল থেকে নিহত চোরাকারবারীর মরদেহ নিয়ে যায় বিএসএফ। নিহত ব্যক্তির নাম জাহানুর আলম। তিনি ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার গিদালদহ এলাকার ভোরাম পয়োস্তি গ্রামের কবিদুল ইসলামের ছেলে।