দালালের অত্যাচারে লিবিয়ায় কিশোরগঞ্জের ভৈরবের এক যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গত ৩০ মার্চ (রোববার) বাংলাদেশ সময় সকাল ৭টায় মৃত্যুর খবর পায় নিহতের পরিবার। নিহত যুবক পৌর শহরের কালিপুর দক্ষিণ পাড়ার সোবহান মিয়া বাড়ির মৃত নূর মোহাম্মদ মিয়ার ছেলে সোহাগ মিয়া। ৩ ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। তার বড় ভাই সুজন ইতালী প্রবাসী। সোহাগ দীর্ঘ ৮ বছর কাতারে অবস্থান করেছেন। গত ১ বছর আগে দেশে এসে বিয়ে করেন তিনি। দেশে থেকেই নরসিংদীর বেলাবো উপজেলার বারৈচা এলাকার সেন্টু মিয়ার মাধ্যমে ১৬ লাখ টাকার চুক্তিতে ইউরোপের দেশ ইতালী যেতে লিবিয়ায় পাড়ি জমান সুজন মিয়া। ১ মাসের ভেতর ভূমধ্য সাগর দিয়ে ইতালী পৌঁছার কথা থাকলেও দীর্ঘ ৭ মাস যাবত তাকে লিবিয়ায় আটকে রাখা হয়। এর মধ্যে বিভিন্ন ভাবে সোহাগকে মানসিক ও শারীরিকভাবে অত্যাচার করে দালাল চক্র।
ভৈরব উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন বলেন, সরকারিভাবে যদি নিহত যুবক প্রবাসে গিয়ে থাকে তাহলে বিষয়টি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও শ্রম কল্যাণ মন্ত্রণালয় দেখবে। নিহতের পরিবার আমার কাছে আসলে সর্বোচ্চ সহযোগিতা দেয়ার চেষ্টা করবো। নিহতের পরিবার যাতে মরদেহ ফিরে পান সেই ব্যবসস্থা করা হবে।
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫
দালালের অত্যাচারে লিবিয়ায় কিশোরগঞ্জের ভৈরবের এক যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গত ৩০ মার্চ (রোববার) বাংলাদেশ সময় সকাল ৭টায় মৃত্যুর খবর পায় নিহতের পরিবার। নিহত যুবক পৌর শহরের কালিপুর দক্ষিণ পাড়ার সোবহান মিয়া বাড়ির মৃত নূর মোহাম্মদ মিয়ার ছেলে সোহাগ মিয়া। ৩ ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। তার বড় ভাই সুজন ইতালী প্রবাসী। সোহাগ দীর্ঘ ৮ বছর কাতারে অবস্থান করেছেন। গত ১ বছর আগে দেশে এসে বিয়ে করেন তিনি। দেশে থেকেই নরসিংদীর বেলাবো উপজেলার বারৈচা এলাকার সেন্টু মিয়ার মাধ্যমে ১৬ লাখ টাকার চুক্তিতে ইউরোপের দেশ ইতালী যেতে লিবিয়ায় পাড়ি জমান সুজন মিয়া। ১ মাসের ভেতর ভূমধ্য সাগর দিয়ে ইতালী পৌঁছার কথা থাকলেও দীর্ঘ ৭ মাস যাবত তাকে লিবিয়ায় আটকে রাখা হয়। এর মধ্যে বিভিন্ন ভাবে সোহাগকে মানসিক ও শারীরিকভাবে অত্যাচার করে দালাল চক্র।
ভৈরব উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন বলেন, সরকারিভাবে যদি নিহত যুবক প্রবাসে গিয়ে থাকে তাহলে বিষয়টি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও শ্রম কল্যাণ মন্ত্রণালয় দেখবে। নিহতের পরিবার আমার কাছে আসলে সর্বোচ্চ সহযোগিতা দেয়ার চেষ্টা করবো। নিহতের পরিবার যাতে মরদেহ ফিরে পান সেই ব্যবসস্থা করা হবে।