বেলাবো (নরসিংদী) : রাতের আঁধারে শিক্ষকের লটকন বাগান কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা -সংবাদ
নরসিংদীর বেলাবো উপজেলার ভাবলা গ্রামে রাতের আঁধারে এক শিক্ষকের লটকন বাগানের ফলসহ লটকন গাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে কোন এক সময় উপজেলার ভাবলা শেখবাড়ি এলাকায় লটকন বাগানে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে জানান স্থানীয়রা। ক্ষতিগ্রস্ত ওই শিক্ষকের নাম মো. আমজাদ হোসেন ভূঁইয়া। তিনি এ গ্রামের প্রয়াত শিক্ষক আনোয়ার হোসেন ভূঁইয়ার ছেলে। শিক্ষক আমজাদ হোসেন ভূঁইয়া শিক্ষকতার পাশাপাশি তার পৈতৃক সম্পত্তিতে লটকন, আম, কাঁঠাল, জাম, লিচুসহ বিভিন্ন ফলদ, ধান ও শাকসবজি চাষ করছেন দীর্ঘদিন যাবত। বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাগানে লটকনের কর্তনকৃত গাছগুলো ফলসহ মাটিতে পড়ে আছে। যেগুলো আর কিছুদিন পরে বিক্রির উপযুক্ত হতো।
এ সময় ক্ষতিগ্রস্ত শিক্ষক আমজাদ হোসেন জানান, তিনি দীর্ঘদিন কষ্ট করে বনজঙ্গল কেটে বাগান তৈরি, দেখাশুনা ও পরিচর্যার কাজ করছেন। বাড়ি থেকে অনেকদূর বাগানটি থাকায় অনেক কষ্টে পানি, গোবর, সার এসব প্রয়োগের মাধ্যমে গাছগুলো বড় করেন এবং এগুলোতে ফল আসে। বৃহস্পতিবার সকালে গিয়ে দেখেন সমস্ত লটকন গাছ ফল সমেত কেটে মাটিতে ফেলে রাখা হয়েছে।
তিনি বলেন, এ ব্যাপারে বেলাবো থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। স্থানীয়রা জানান, শিক্ষক আমজাদ হোসেন দীর্ঘদিন ধরে শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন ফলের বাগান, ফসল ও শাকসবজি বাগান করেন। তার সঙ্গে কারও শত্রুতার কথা তারা শোনেননি। তবে ঘটনা দেখে মনে হচ্ছে এটা শত্রুতামূলক করা হয়েছে। যারা তার এই ক্ষতি করেছেন তারা অত্যন্ত ন্যাক্কারজনক কাজ করেছেন। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানান ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। যাতে এমন ঘটনা করার আর কেউ সুযোগ না পায়।
এ ব্যাপারে বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, গত রাতে এ ব্যাপারে ভুক্তভোগী সাধারণ ডায়রি করেছেন। আমরা খুব শীঘ্রই এ ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।
বেলাবো (নরসিংদী) : রাতের আঁধারে শিক্ষকের লটকন বাগান কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা -সংবাদ
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫
নরসিংদীর বেলাবো উপজেলার ভাবলা গ্রামে রাতের আঁধারে এক শিক্ষকের লটকন বাগানের ফলসহ লটকন গাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে কোন এক সময় উপজেলার ভাবলা শেখবাড়ি এলাকায় লটকন বাগানে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে জানান স্থানীয়রা। ক্ষতিগ্রস্ত ওই শিক্ষকের নাম মো. আমজাদ হোসেন ভূঁইয়া। তিনি এ গ্রামের প্রয়াত শিক্ষক আনোয়ার হোসেন ভূঁইয়ার ছেলে। শিক্ষক আমজাদ হোসেন ভূঁইয়া শিক্ষকতার পাশাপাশি তার পৈতৃক সম্পত্তিতে লটকন, আম, কাঁঠাল, জাম, লিচুসহ বিভিন্ন ফলদ, ধান ও শাকসবজি চাষ করছেন দীর্ঘদিন যাবত। বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাগানে লটকনের কর্তনকৃত গাছগুলো ফলসহ মাটিতে পড়ে আছে। যেগুলো আর কিছুদিন পরে বিক্রির উপযুক্ত হতো।
এ সময় ক্ষতিগ্রস্ত শিক্ষক আমজাদ হোসেন জানান, তিনি দীর্ঘদিন কষ্ট করে বনজঙ্গল কেটে বাগান তৈরি, দেখাশুনা ও পরিচর্যার কাজ করছেন। বাড়ি থেকে অনেকদূর বাগানটি থাকায় অনেক কষ্টে পানি, গোবর, সার এসব প্রয়োগের মাধ্যমে গাছগুলো বড় করেন এবং এগুলোতে ফল আসে। বৃহস্পতিবার সকালে গিয়ে দেখেন সমস্ত লটকন গাছ ফল সমেত কেটে মাটিতে ফেলে রাখা হয়েছে।
তিনি বলেন, এ ব্যাপারে বেলাবো থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। স্থানীয়রা জানান, শিক্ষক আমজাদ হোসেন দীর্ঘদিন ধরে শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন ফলের বাগান, ফসল ও শাকসবজি বাগান করেন। তার সঙ্গে কারও শত্রুতার কথা তারা শোনেননি। তবে ঘটনা দেখে মনে হচ্ছে এটা শত্রুতামূলক করা হয়েছে। যারা তার এই ক্ষতি করেছেন তারা অত্যন্ত ন্যাক্কারজনক কাজ করেছেন। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানান ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। যাতে এমন ঘটনা করার আর কেউ সুযোগ না পায়।
এ ব্যাপারে বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, গত রাতে এ ব্যাপারে ভুক্তভোগী সাধারণ ডায়রি করেছেন। আমরা খুব শীঘ্রই এ ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।