রাঙ্গুনিয়ায় জেলের জালে ভেসে উঠল এক বৃদ্ধা উপজাতী লাশ। শনিবার (৫ এপ্রিল) ভোর ৭টার দিকে উপজেলার গোডাউন ব্রীজ সংলগ্ন সরফভাটা অংশে কর্ণফুলী নদীতে জেলেদের জালে লাশটি দেখতে পেয়ে উদ্ধার করে।
সরজমিনে গিয়ে দেখা যায়, বৃদ্ধার লাশটি মধ্য বয়স্ক একজন উপজাতির। লাশের সাথে থাকা জাতীয়পরিচয়পত্র পাওয়া গেলে বিস্তারিত নাম ঠিকানা জানা যায়। জাতীয়পরিচয়পত্র অনুসারে তার নাম সামাপ্রু মারমা (৬৫)। সে রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলা বেতবুনিয়া ইউনিয়নের ৯৬নং কলমপতি বড়পাড়া গ্রামের সুইচাবাই চৌধুরীর মেয়ে।
উদ্ধারকারীরা জানান, জেলেরা লাশটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে থানায় অবহিত করা হলে পুলিশ লাশটি থানায় নিয়ে যান।
জাতীয়পরিচয়পত্র দেয়া ঠিকানা অনুযায়ী যোগাযোগ করা হলে নিহতের মেয়ের জামাই বেতবুনিয়া ইউনিয়নের কলমপতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতুশি মারমা জানান, তার শাশুড়ির মানসিক সমস্যা রয়েছে। ভোরে আজানের আগে তিনি কাউকে কিছু না বলে ঘর থেকে বের হন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না। সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির একপর্যায়ে নদী থেকে লাশ উদ্ধারের খবর পেয়ে রাঙ্গুনিয়া থানায় যাচ্ছেন বলে তিনি জানান।
এই বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন হালদার বলেন, “লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার স্বজনদের খবর দেয়া হয়েছে। তাদের সাথে কথা বলে মৃত্যুর কারণ জানা যাবে।”
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫
রাঙ্গুনিয়ায় জেলের জালে ভেসে উঠল এক বৃদ্ধা উপজাতী লাশ। শনিবার (৫ এপ্রিল) ভোর ৭টার দিকে উপজেলার গোডাউন ব্রীজ সংলগ্ন সরফভাটা অংশে কর্ণফুলী নদীতে জেলেদের জালে লাশটি দেখতে পেয়ে উদ্ধার করে।
সরজমিনে গিয়ে দেখা যায়, বৃদ্ধার লাশটি মধ্য বয়স্ক একজন উপজাতির। লাশের সাথে থাকা জাতীয়পরিচয়পত্র পাওয়া গেলে বিস্তারিত নাম ঠিকানা জানা যায়। জাতীয়পরিচয়পত্র অনুসারে তার নাম সামাপ্রু মারমা (৬৫)। সে রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলা বেতবুনিয়া ইউনিয়নের ৯৬নং কলমপতি বড়পাড়া গ্রামের সুইচাবাই চৌধুরীর মেয়ে।
উদ্ধারকারীরা জানান, জেলেরা লাশটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে থানায় অবহিত করা হলে পুলিশ লাশটি থানায় নিয়ে যান।
জাতীয়পরিচয়পত্র দেয়া ঠিকানা অনুযায়ী যোগাযোগ করা হলে নিহতের মেয়ের জামাই বেতবুনিয়া ইউনিয়নের কলমপতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতুশি মারমা জানান, তার শাশুড়ির মানসিক সমস্যা রয়েছে। ভোরে আজানের আগে তিনি কাউকে কিছু না বলে ঘর থেকে বের হন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না। সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির একপর্যায়ে নদী থেকে লাশ উদ্ধারের খবর পেয়ে রাঙ্গুনিয়া থানায় যাচ্ছেন বলে তিনি জানান।
এই বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন হালদার বলেন, “লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার স্বজনদের খবর দেয়া হয়েছে। তাদের সাথে কথা বলে মৃত্যুর কারণ জানা যাবে।”