চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা রোধ ও মৃত্যুর মিছিল বন্ধে মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী।
শুক্রবার দুপুর ২টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের ইনানী রিসোর্টের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চকরিয়া-পেকুয়া ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ও কক্সবাজার শহর জামায়াতের আমির আব্দুল্লাহ আল ফারুক ।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল ফারুক বলেন, দেশের বৃহৎ পর্যটন শিল্পনগরী কক্সবাজারে সারাদেশের মানুষ প্রতিদিন আনন্দ ও উৎসব করতে আসে।
কিন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক নামের মরণফাঁদ মানুষের সেই আনন্দকে বিষাদে পরিণত করেছে । ঈদ পূর্ব ও পরবর্তী সময়ে প্রায় অর্ধশত সড়ক দুর্ঘটনা হয়েছে। সেই দুর্ঘটনায় ২৫ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। আর কোনো মায়ের বুক খালি হোক আমরা চাই না। তিনি অবিলম্বে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবি জানান।
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা রোধ ও মৃত্যুর মিছিল বন্ধে মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী।
শুক্রবার দুপুর ২টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের ইনানী রিসোর্টের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চকরিয়া-পেকুয়া ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ও কক্সবাজার শহর জামায়াতের আমির আব্দুল্লাহ আল ফারুক ।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল ফারুক বলেন, দেশের বৃহৎ পর্যটন শিল্পনগরী কক্সবাজারে সারাদেশের মানুষ প্রতিদিন আনন্দ ও উৎসব করতে আসে।
কিন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক নামের মরণফাঁদ মানুষের সেই আনন্দকে বিষাদে পরিণত করেছে । ঈদ পূর্ব ও পরবর্তী সময়ে প্রায় অর্ধশত সড়ক দুর্ঘটনা হয়েছে। সেই দুর্ঘটনায় ২৫ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। আর কোনো মায়ের বুক খালি হোক আমরা চাই না। তিনি অবিলম্বে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবি জানান।