রংপুরের বদরগঞ্জ উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত এক ব্যক্তি মারা গেছেন। শনিবার বিকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত লাভলু মিয়া (৫০) সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকারের পক্ষের কর্মী ছিলেন বলে তার পরিবার জানিয়েছে।
এর আগে, স্থানীয় ব্যবসায়ী জাহিদুল ইসলামের দোকান ভাঙচুর ও মারধরের প্রতিবাদে মানববন্ধন চলাকালে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাংবাদিকসহ ২০-২৫ জন আহত হন। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সূত্রপাত দোকান ভাড়া নিয়ে বিরোধ থেকে। জাহিদুল ইসলাম দাবি করেন, দোকানমালিক ইতিয়াক বাবু চুক্তি ভেঙে জোরপূর্বক দোকান ছাড়াতে চাইছিলেন। এ নিয়ে উত্তপ্ত হওয়ার পর শনিবার মানববন্ধনে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।
জেলা বিএনপির আহ্বায়ক আনিচুর রহমান লাকু জানান, সংঘর্ষের সঙ্গে জড়িতদের কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়েছে। পুলিশ বলছে, এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে অভিযোগ না এলেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫
রংপুরের বদরগঞ্জ উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত এক ব্যক্তি মারা গেছেন। শনিবার বিকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত লাভলু মিয়া (৫০) সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকারের পক্ষের কর্মী ছিলেন বলে তার পরিবার জানিয়েছে।
এর আগে, স্থানীয় ব্যবসায়ী জাহিদুল ইসলামের দোকান ভাঙচুর ও মারধরের প্রতিবাদে মানববন্ধন চলাকালে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাংবাদিকসহ ২০-২৫ জন আহত হন। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সূত্রপাত দোকান ভাড়া নিয়ে বিরোধ থেকে। জাহিদুল ইসলাম দাবি করেন, দোকানমালিক ইতিয়াক বাবু চুক্তি ভেঙে জোরপূর্বক দোকান ছাড়াতে চাইছিলেন। এ নিয়ে উত্তপ্ত হওয়ার পর শনিবার মানববন্ধনে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।
জেলা বিএনপির আহ্বায়ক আনিচুর রহমান লাকু জানান, সংঘর্ষের সঙ্গে জড়িতদের কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়েছে। পুলিশ বলছে, এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে অভিযোগ না এলেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।