নাটোরের সিংড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে টাকা-স্বর্ণসহ একটি ঘরের যাবতীয় আসবাবপত্র, চাল-ডাল পুড়ে ছাই হয়ে গেছে। গত শুক্রবার সন্ধ্যায় পৌরসভার কাঁটাপুকুরিয়া মহল্লার সন্তোষ হালদারের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। সন্তোষ হালদার কাঁটাপুকুরিয়া মহল্লার শচীন্দ্রনাথ হালদারের ছেলে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে বাড়ির আসবাবপত্র, চাল, এক লক্ষ টাকা, স্বর্ণসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিয়েছি। তাদেরকে সহযোগিতা করা হবে।
রোববার, ০৬ এপ্রিল ২০২৫
নাটোরের সিংড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে টাকা-স্বর্ণসহ একটি ঘরের যাবতীয় আসবাবপত্র, চাল-ডাল পুড়ে ছাই হয়ে গেছে। গত শুক্রবার সন্ধ্যায় পৌরসভার কাঁটাপুকুরিয়া মহল্লার সন্তোষ হালদারের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। সন্তোষ হালদার কাঁটাপুকুরিয়া মহল্লার শচীন্দ্রনাথ হালদারের ছেলে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে বাড়ির আসবাবপত্র, চাল, এক লক্ষ টাকা, স্বর্ণসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিয়েছি। তাদেরকে সহযোগিতা করা হবে।