চুয়াডাঙ্গার জীবননগরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই কিশোর, পটুয়াখালীর গলাচিপায় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ পথচারী, ময়মনসিংহের ভালুকায় প্রাইভেটকার খাদে পড়ে চালক এবং ময়মনসিংহের মুক্তাগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ-আরএফএল গ্রুপের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এই বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার জীবননগর পৃথক সড়ক দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার পৃথক দুটি স্থানে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলা দত্তনগর সড়কে শাপলাকলি স্কুলের সামনে মোটরসাইকেল ও পাখি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক নাহিদ হোসেন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। নিহত নাহিদ হোসেন জীবননগর উপজেলার রায়পুর গ্রামের কামার পাড়ার লিটন হোসেনের ছেলে। একই দিন রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রত্যয় (১৭) নামে আরেক কিশোর নিহত হয়েছে। নিহেত প্রত্যয় উপজেলার বাঁকা ইউনিয়নের আলিপুর গ্রামের আসাদুল হকের ছেলে। জীবননগর থানার ওসি মোহাম্মদ মামুন হোসেন বলেন, একই দিনে সড়ক দুর্ঘটনায় দুই জন কিশোর মারা গেছে।
গলাচিপা (পটুয়াখালী) : পটুয়াখালীর গলাচিপায় সুলতান খান নামে এক বৃদ্ধ পথচারী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গত শনিবার সকাল ১০টায় গলাচিপা-পটুয়াখালী সড়কে হরিদেবপুর পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা এক মোটরসাইকেলের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হয় আরো ৩ জন। নিহত সুলতান খান উপজেলার গোলখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গলাচিপা থানার ওসি আশাদুর রহমান বলেন, নিহত সুলতান খানের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভালুকা (ময়মনসিংহ) : ভালুকা-গফরগাঁও সড়কের বিরুনিয়া মোড় নামক স্থানে গত শনিবার সকালে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হাড়িয়ে রাস্তার পাশে মাছের খামারে পড়ে রুবেল মিয়া নামে চালক নিহত হয়েছেন। নিহত রুবেল মিয়া পাশর্^বর্তী টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার নলুয়া গ্রামের খোরশেদ আলমের ছেলে। এই ঘটনায় চালক রুবেলের ভাগিনা সাজিম (১৬) গুরুত্ব আহত হয়ে বর্তমানে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।
মুক্তাগাছা (ময়মনসিংহ) : গ্রামের বাড়িতে ঈদ করে কর্মস্থলে ফেরার পথে ময়মনসিংহের মুক্তাগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মিল্লাত হোসেন মিল্লাত নামে প্রাণ-আরএফএল গ্রুপের এক কর্মকর্তা নিহত হয়েছেন। গত শনিবার দুপুরে মুক্তাগাছা-জামালপুর সড়কে রায়থোরা এরাচতল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মিল্লাত হোসেন মিল্লাত জামালপুরের ইসলামপুর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের শহীদুল আলমের ছেলে। তিনি ছুটিতে বাড়িতে এসে স্বজনদের সাথে ঈদ করে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থল মুন্সিগঞ্জে ফিরছিলেন। মুক্তাগাছা থানার ওসি মো. কামাল হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিকে থানায় এনে রাখা হয়েছে। এই ঘটনায় থানায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ চলমান রয়েছে।
রোববার, ০৬ এপ্রিল ২০২৫
চুয়াডাঙ্গার জীবননগরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই কিশোর, পটুয়াখালীর গলাচিপায় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ পথচারী, ময়মনসিংহের ভালুকায় প্রাইভেটকার খাদে পড়ে চালক এবং ময়মনসিংহের মুক্তাগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ-আরএফএল গ্রুপের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এই বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার জীবননগর পৃথক সড়ক দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার পৃথক দুটি স্থানে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলা দত্তনগর সড়কে শাপলাকলি স্কুলের সামনে মোটরসাইকেল ও পাখি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক নাহিদ হোসেন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। নিহত নাহিদ হোসেন জীবননগর উপজেলার রায়পুর গ্রামের কামার পাড়ার লিটন হোসেনের ছেলে। একই দিন রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রত্যয় (১৭) নামে আরেক কিশোর নিহত হয়েছে। নিহেত প্রত্যয় উপজেলার বাঁকা ইউনিয়নের আলিপুর গ্রামের আসাদুল হকের ছেলে। জীবননগর থানার ওসি মোহাম্মদ মামুন হোসেন বলেন, একই দিনে সড়ক দুর্ঘটনায় দুই জন কিশোর মারা গেছে।
গলাচিপা (পটুয়াখালী) : পটুয়াখালীর গলাচিপায় সুলতান খান নামে এক বৃদ্ধ পথচারী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গত শনিবার সকাল ১০টায় গলাচিপা-পটুয়াখালী সড়কে হরিদেবপুর পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা এক মোটরসাইকেলের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হয় আরো ৩ জন। নিহত সুলতান খান উপজেলার গোলখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গলাচিপা থানার ওসি আশাদুর রহমান বলেন, নিহত সুলতান খানের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভালুকা (ময়মনসিংহ) : ভালুকা-গফরগাঁও সড়কের বিরুনিয়া মোড় নামক স্থানে গত শনিবার সকালে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হাড়িয়ে রাস্তার পাশে মাছের খামারে পড়ে রুবেল মিয়া নামে চালক নিহত হয়েছেন। নিহত রুবেল মিয়া পাশর্^বর্তী টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার নলুয়া গ্রামের খোরশেদ আলমের ছেলে। এই ঘটনায় চালক রুবেলের ভাগিনা সাজিম (১৬) গুরুত্ব আহত হয়ে বর্তমানে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।
মুক্তাগাছা (ময়মনসিংহ) : গ্রামের বাড়িতে ঈদ করে কর্মস্থলে ফেরার পথে ময়মনসিংহের মুক্তাগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মিল্লাত হোসেন মিল্লাত নামে প্রাণ-আরএফএল গ্রুপের এক কর্মকর্তা নিহত হয়েছেন। গত শনিবার দুপুরে মুক্তাগাছা-জামালপুর সড়কে রায়থোরা এরাচতল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মিল্লাত হোসেন মিল্লাত জামালপুরের ইসলামপুর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের শহীদুল আলমের ছেলে। তিনি ছুটিতে বাড়িতে এসে স্বজনদের সাথে ঈদ করে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থল মুন্সিগঞ্জে ফিরছিলেন। মুক্তাগাছা থানার ওসি মো. কামাল হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিকে থানায় এনে রাখা হয়েছে। এই ঘটনায় থানায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ চলমান রয়েছে।