ফরিদপুরের ভাঙ্গায় পৃথক স্থান থেকে নারীসহ ২ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অপরদিকে, চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদী থেকে এক আদিবাসী বৃদ্ধা এবং টাঙ্গাইলের কালিহাতীতে অপর এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর।
ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গায় পৃথক স্থান থেকে নারীসহ ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শনিবার উপজেলার মানিকদহ ইউনিয়ন থেকে লিমা আক্তার (২১) এবং চুমুরদী ইউনিয়ন থেকে মামুন মাতুব্বরের (১৭) মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। জানা যায়, মানিকদহ ইউনিয়নের ব্রাহ্মণকান্দা গ্রামের সিকান্দার মাতুব্বরের বিল্ডিংয়ে ভাড়া থাকতেন লিমা আক্তার। তিনি সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের জমাদ্দারডাঙ্গী গ্রামের সৌদি প্রবাসী আবু মৃধার স্ত্রী। দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্লাটের দুটি দরজা ভেঙে বেলকনির গ্রিলের সাথে কালো ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় লিমার মরদেহ উদ্ধার করে। অপরদিকে ভাঙ্গা উপজেলার চুমুরদী গ্রামের কৃষক মাজেদ মাতুব্বরের ছেলে মামুন মাতুব্বরের মরদেহ বাড়ির পাশের আমগাছের ২০ ফুট উচ্চতায় ডালে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বাড়ির লোকজন পুলিশকে খবর দিলে বিকেলে মরদেহটি উদ্ধার করে। পরিবারের দাবী তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জেলের জালে ভেসে উঠল এক আদিবাসী বৃদ্ধার মরদেহ। গত শনিবার ভোর ৭টায় উপজেলার গোডাউন ব্রীজ সংলগ্ন সরফভাটা অংশে কর্ণফুলী নদীতে জেলেরা জালে মরদেহটি দেখতে পেয়ে উদ্ধার করেন। মরদেহটি একজন বয়স্ক আদিবাসীর। মরদেহের সাথে থাকা জাতীয়পরিচয়পত্র পাওয়া গেলে বিস্তারিত নাম ঠিকানা জানা যায়। জাতীয়পরিচয়পত্র অনুসারে তার নাম সামাপ্রু মারমা। তিনি রাঙ্গামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের ৯৬নং কলমপতি বড়পাড়া গ্রামের সুইচাবাই চৌধুরীর মেয়ে। জেলেরা মরদেহটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে থানায় অবহিত করা হলে পুলিশ মরদেহটি থানায় নিয়ে যায়। রাঙ্গুনিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুজন হালদার বলেন, মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে। তাদের সাথে কথা বলে মৃত্যুর কারণ জানা যাবে।
কালিহাতী (টাঙ্গাইল): টাঙ্গাইলের কালিহাতীতে পারখী ইউনিয়নের আউলিয়াবাদ মাঝি পাড়া থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার সকালে উপজেলার পারখী ইউনিয়নের আউলিয়াবাদ মাঝি পাড়ার সাত্তারের সেচ পাম্পের কৃষি জমির লালু মাঝির ধানের জমির মধ্যে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি উপজেলার পারখী ইউনিয়নের আউলিয়াবাদ মাঝি পাড়া গ্রামের মৃত চান মিয়ার স্ত্রী ফয়জুল নেছা লেবুর। কালিহাতী থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভুঁইয়া জানান, পারখী ইউনিয়নের আউলিয়াবাদ মাঝি পাড়া থেকে এক বৃদ্ধার মরদেহ দেখে খবর দেয় এলাকাবাসী।
পরে মরদেহটি উদ্ধার করে শনিবার ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা। তিনি আরো জানান, এটা অবশ্যই একটি হত্যাকাণ্ড।
রোববার, ০৬ এপ্রিল ২০২৫
ফরিদপুরের ভাঙ্গায় পৃথক স্থান থেকে নারীসহ ২ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অপরদিকে, চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদী থেকে এক আদিবাসী বৃদ্ধা এবং টাঙ্গাইলের কালিহাতীতে অপর এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর।
ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গায় পৃথক স্থান থেকে নারীসহ ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শনিবার উপজেলার মানিকদহ ইউনিয়ন থেকে লিমা আক্তার (২১) এবং চুমুরদী ইউনিয়ন থেকে মামুন মাতুব্বরের (১৭) মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। জানা যায়, মানিকদহ ইউনিয়নের ব্রাহ্মণকান্দা গ্রামের সিকান্দার মাতুব্বরের বিল্ডিংয়ে ভাড়া থাকতেন লিমা আক্তার। তিনি সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের জমাদ্দারডাঙ্গী গ্রামের সৌদি প্রবাসী আবু মৃধার স্ত্রী। দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্লাটের দুটি দরজা ভেঙে বেলকনির গ্রিলের সাথে কালো ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় লিমার মরদেহ উদ্ধার করে। অপরদিকে ভাঙ্গা উপজেলার চুমুরদী গ্রামের কৃষক মাজেদ মাতুব্বরের ছেলে মামুন মাতুব্বরের মরদেহ বাড়ির পাশের আমগাছের ২০ ফুট উচ্চতায় ডালে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বাড়ির লোকজন পুলিশকে খবর দিলে বিকেলে মরদেহটি উদ্ধার করে। পরিবারের দাবী তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জেলের জালে ভেসে উঠল এক আদিবাসী বৃদ্ধার মরদেহ। গত শনিবার ভোর ৭টায় উপজেলার গোডাউন ব্রীজ সংলগ্ন সরফভাটা অংশে কর্ণফুলী নদীতে জেলেরা জালে মরদেহটি দেখতে পেয়ে উদ্ধার করেন। মরদেহটি একজন বয়স্ক আদিবাসীর। মরদেহের সাথে থাকা জাতীয়পরিচয়পত্র পাওয়া গেলে বিস্তারিত নাম ঠিকানা জানা যায়। জাতীয়পরিচয়পত্র অনুসারে তার নাম সামাপ্রু মারমা। তিনি রাঙ্গামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের ৯৬নং কলমপতি বড়পাড়া গ্রামের সুইচাবাই চৌধুরীর মেয়ে। জেলেরা মরদেহটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে থানায় অবহিত করা হলে পুলিশ মরদেহটি থানায় নিয়ে যায়। রাঙ্গুনিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুজন হালদার বলেন, মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে। তাদের সাথে কথা বলে মৃত্যুর কারণ জানা যাবে।
কালিহাতী (টাঙ্গাইল): টাঙ্গাইলের কালিহাতীতে পারখী ইউনিয়নের আউলিয়াবাদ মাঝি পাড়া থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার সকালে উপজেলার পারখী ইউনিয়নের আউলিয়াবাদ মাঝি পাড়ার সাত্তারের সেচ পাম্পের কৃষি জমির লালু মাঝির ধানের জমির মধ্যে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি উপজেলার পারখী ইউনিয়নের আউলিয়াবাদ মাঝি পাড়া গ্রামের মৃত চান মিয়ার স্ত্রী ফয়জুল নেছা লেবুর। কালিহাতী থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভুঁইয়া জানান, পারখী ইউনিয়নের আউলিয়াবাদ মাঝি পাড়া থেকে এক বৃদ্ধার মরদেহ দেখে খবর দেয় এলাকাবাসী।
পরে মরদেহটি উদ্ধার করে শনিবার ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা। তিনি আরো জানান, এটা অবশ্যই একটি হত্যাকাণ্ড।