সিরাজগঞ্জের তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদেরকে সিরাজগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এর আগে অবৈধ পুকুর খননকারীদের থেকে ঘুষ নেওয়ার অভিযোগে উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অমৃত সূত্রধর ও তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদেরের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেন দৈনিক ইত্তেফাক পত্রিকার তাড়াশ সংবাদদাতা গোলাম মোস্তফা।
এ সংবাদ প্রকাশের জের ধরে গত রমজানের ঈদের রাতে পুলিশি নির্যাতনের শিকার হোন প্রতিবেদক ও তার স্ত্রী ফারজানা পারভিন। পরে গত শনিবার অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তা উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অমৃত সূত্রধর ও তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদেরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী দম্পত্তি।
বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ জেলার ডিআইঅন (ডিএসবি) মো. আনোয়ার বলেন, আজ সোমবার তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদেরকে বদলি করে সিরাজগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। অপর দিকে মো. জিয়াউর রহমান নামে একজন ইতিমধ্যে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করছেন। এর আগে তিনি চৌহালী থানার দায়িত্বে ছিলেন।
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫
সিরাজগঞ্জের তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদেরকে সিরাজগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এর আগে অবৈধ পুকুর খননকারীদের থেকে ঘুষ নেওয়ার অভিযোগে উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অমৃত সূত্রধর ও তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদেরের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেন দৈনিক ইত্তেফাক পত্রিকার তাড়াশ সংবাদদাতা গোলাম মোস্তফা।
এ সংবাদ প্রকাশের জের ধরে গত রমজানের ঈদের রাতে পুলিশি নির্যাতনের শিকার হোন প্রতিবেদক ও তার স্ত্রী ফারজানা পারভিন। পরে গত শনিবার অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তা উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অমৃত সূত্রধর ও তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদেরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী দম্পত্তি।
বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ জেলার ডিআইঅন (ডিএসবি) মো. আনোয়ার বলেন, আজ সোমবার তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদেরকে বদলি করে সিরাজগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। অপর দিকে মো. জিয়াউর রহমান নামে একজন ইতিমধ্যে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করছেন। এর আগে তিনি চৌহালী থানার দায়িত্বে ছিলেন।