নওগাঁর আত্রাইয়ে শিলা-বৃষ্টিতে প্রায় ১০০বিঘা জমির ধান ও ভূট্রার চরম ক্ষতি হয়েছে। ঝাঁঝরা হয়ে গেছে ঘরের চালের টিন। রোববার রাতে উপজেলার পাঁচুপুর ও আত্রাই সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এমন ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান,রোববার রাত ৮টা নাগাদ হঠাৎ করেই হালকা বাতাস শুরু হয়। এর সামান্য কিছু পরেই একটানা শিল পরতে থাকে। পরে হালকা বৃষ্টির সাথে বড় বড় শিল পরে। এতে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের কোলা, কাসুন্দা, পবনডাঙ্গা, জগদীশপুর, ধুলাউড়ি, খনজোরসহ বিভিন্ন এলাকায় মাঠের জমির ধানের শীষ থেকে ধান ঝরে পরে গেছে এবং জমির ভূট্রা ক্ষেত নষ্ট হয়ে গেছে। এছাড়া বাড়ী-ঘরের চালের টিন ঝাঁঝরা হয়ে গেছে। এতে চরম ক্ষতির মুখে পরেছেন ওই এলাকার লোকজন।
উপজেলার সাহেবগঞ্জ গ্রামের আব্দুর রহমান জানান,প্রথমে হালকা হিমেল বাতাস শুরু হয়। এর সামান্য কিছু পর থেকেই শিল পরতে থাকে। তার পর সামান্য বৃষ্টির সাথে বড় বড় শিল পরে। এতে তার বাড়ীর টিনের চাল ফুটো হয়ে গেছে।
কোলা গ্রামের কৃষক আব্দুল করিম জানান,রোববার রাতে শিলা বৃষ্টিতে তার প্রায় ১০বিঘা জমির ধান ৩০ শতাংশ নষ্ট হয়ে গেছে। বৃষ্টির সাথে শিল পরে শীষ থেকে ধান ঝরে পরে গেছে। এছাড়া বাড়ীর চালের টিনও ঝাঁজরা হয়ে গেছে।
একই কথা জানিয়েছেন ওই গ্রামের কৃষক জহুরুল ইসলাম। তিনি জানান তার প্রায় সাড়ে পাঁচ বিঘা জমির ধানের ২৫-৩০শতাংশ ক্ষতি হয়েছে।
আত্রাই কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার জানান,উপজেলার বিভিন্ন মাঠে জমিতে সবে মাত্র ধানের শীষ বের হয়েছে আবার কোথাও ধান পাকার উপক্রম হয়েছে। তিনি বলেন,রোববার রাতে শিলা বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৭৫বিঘা জমির ধান এবং সাড়ে ২২বিঘার মতো ভুট্রার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে কি পরিমান জমির ধান বা ভুট্টার ক্ষতি হবে তা আগামী ৩/৪দিন পর বোঝা যাবে।
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫
নওগাঁর আত্রাইয়ে শিলা-বৃষ্টিতে প্রায় ১০০বিঘা জমির ধান ও ভূট্রার চরম ক্ষতি হয়েছে। ঝাঁঝরা হয়ে গেছে ঘরের চালের টিন। রোববার রাতে উপজেলার পাঁচুপুর ও আত্রাই সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এমন ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান,রোববার রাত ৮টা নাগাদ হঠাৎ করেই হালকা বাতাস শুরু হয়। এর সামান্য কিছু পরেই একটানা শিল পরতে থাকে। পরে হালকা বৃষ্টির সাথে বড় বড় শিল পরে। এতে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের কোলা, কাসুন্দা, পবনডাঙ্গা, জগদীশপুর, ধুলাউড়ি, খনজোরসহ বিভিন্ন এলাকায় মাঠের জমির ধানের শীষ থেকে ধান ঝরে পরে গেছে এবং জমির ভূট্রা ক্ষেত নষ্ট হয়ে গেছে। এছাড়া বাড়ী-ঘরের চালের টিন ঝাঁঝরা হয়ে গেছে। এতে চরম ক্ষতির মুখে পরেছেন ওই এলাকার লোকজন।
উপজেলার সাহেবগঞ্জ গ্রামের আব্দুর রহমান জানান,প্রথমে হালকা হিমেল বাতাস শুরু হয়। এর সামান্য কিছু পর থেকেই শিল পরতে থাকে। তার পর সামান্য বৃষ্টির সাথে বড় বড় শিল পরে। এতে তার বাড়ীর টিনের চাল ফুটো হয়ে গেছে।
কোলা গ্রামের কৃষক আব্দুল করিম জানান,রোববার রাতে শিলা বৃষ্টিতে তার প্রায় ১০বিঘা জমির ধান ৩০ শতাংশ নষ্ট হয়ে গেছে। বৃষ্টির সাথে শিল পরে শীষ থেকে ধান ঝরে পরে গেছে। এছাড়া বাড়ীর চালের টিনও ঝাঁজরা হয়ে গেছে।
একই কথা জানিয়েছেন ওই গ্রামের কৃষক জহুরুল ইসলাম। তিনি জানান তার প্রায় সাড়ে পাঁচ বিঘা জমির ধানের ২৫-৩০শতাংশ ক্ষতি হয়েছে।
আত্রাই কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার জানান,উপজেলার বিভিন্ন মাঠে জমিতে সবে মাত্র ধানের শীষ বের হয়েছে আবার কোথাও ধান পাকার উপক্রম হয়েছে। তিনি বলেন,রোববার রাতে শিলা বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৭৫বিঘা জমির ধান এবং সাড়ে ২২বিঘার মতো ভুট্রার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে কি পরিমান জমির ধান বা ভুট্টার ক্ষতি হবে তা আগামী ৩/৪দিন পর বোঝা যাবে।