বাগেরহাট : শর্টসার্কিটের আগুনে জ্বলছিল চিতলমারীর চারতলা ভবন -সংবাদ
বাগেরহাটের চিতলমারী উপজেলা সদরের মকবুলটারয়ার নামের ৪ তলা একটি ভবনে শর্টসার্কিটের মাধ্যমে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার সকাল ৯টার দিকে ভবনের নিচতলার মার্কেট থেকে বৈদ্যুতিক শর্টসাকিটের মাধ্যমে এ আগুনের সূত্রপাত ঘটে। এ খবর পেয়ে ফায়ার সাভির্সের ২টি ইউনিট, চিতলমারী থানাপুলিশ অস্থায়ী ক্যাম্পের সেনা সদস্যরা ও সাধারণ মানুষ ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে কাজ করে। ভবনের নিচে আগুন লাগার খবরে ওই ভবনের ২য়, ৩য় ও ৪র্থ তলার বাসিন্দারা দ্রুত ভবনের ছাদে গিয়ে আশ্রয় নেয়। এ সময় হুড়োহুড়িতে পড়ে একজন নারী নিহত হয়েছেন। তার নাম পরিচয় জানা যায়নি। চিতলমারী থানার ওসি এসএম শাহাদাত হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে শর্টসাকিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে।
ওই ভবনে সোনালী ব্যাংকসহ ৪টি ব্যাংক একটি ক্লিনিক ও প্লাস্টিকের শো-রুম রয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট সেনা বাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রন করছে। এ সময় একজন নারী নিহত হয়েছেন। আহত হয়েছে অনেকে। মই দিয়ে ভবনের ছাদ ও ক্লিনিক থেকে আটকে পড়া মানুষদের উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। আগুন এখন নিয়ন্ত্রনে আছে।
বাগেরহাট : শর্টসার্কিটের আগুনে জ্বলছিল চিতলমারীর চারতলা ভবন -সংবাদ
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫
বাগেরহাটের চিতলমারী উপজেলা সদরের মকবুলটারয়ার নামের ৪ তলা একটি ভবনে শর্টসার্কিটের মাধ্যমে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার সকাল ৯টার দিকে ভবনের নিচতলার মার্কেট থেকে বৈদ্যুতিক শর্টসাকিটের মাধ্যমে এ আগুনের সূত্রপাত ঘটে। এ খবর পেয়ে ফায়ার সাভির্সের ২টি ইউনিট, চিতলমারী থানাপুলিশ অস্থায়ী ক্যাম্পের সেনা সদস্যরা ও সাধারণ মানুষ ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে কাজ করে। ভবনের নিচে আগুন লাগার খবরে ওই ভবনের ২য়, ৩য় ও ৪র্থ তলার বাসিন্দারা দ্রুত ভবনের ছাদে গিয়ে আশ্রয় নেয়। এ সময় হুড়োহুড়িতে পড়ে একজন নারী নিহত হয়েছেন। তার নাম পরিচয় জানা যায়নি। চিতলমারী থানার ওসি এসএম শাহাদাত হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে শর্টসাকিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে।
ওই ভবনে সোনালী ব্যাংকসহ ৪টি ব্যাংক একটি ক্লিনিক ও প্লাস্টিকের শো-রুম রয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট সেনা বাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রন করছে। এ সময় একজন নারী নিহত হয়েছেন। আহত হয়েছে অনেকে। মই দিয়ে ভবনের ছাদ ও ক্লিনিক থেকে আটকে পড়া মানুষদের উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। আগুন এখন নিয়ন্ত্রনে আছে।