চট্টগ্রামের বোয়ালখালীতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদকসহ ৪ জনকে আটক করেছে সেনাবাহিনী। এসময় তাদের কাছ ২টি লোকাল গান, ৩টি এ্যামোনিশন (গুলি), ৫৭টি দেশীয় অস্ত্র, ৯টি মোবাইল সেট, ৭৫০ গ্রাম গাঁজা, ২ লিটার চোলাই মদ, ৪ হাজার ৭০০ দেরহাম বৈদেশিক মুদ্রা ও নগদ ৫২ হাজার ৬৭০ টাকা জব্দ করা হয়েছে। সোমবার (৭ এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরণদ্বীপ এলাকায় এ অভিযান পরিচালনা করেন বোয়ালখালী সেনাক্যাম্প কমান্ডার মেজর রাসেল।
আটকৃতরা হলো- চরণদ্বীপ ইউনিয়নের মৃত হাসু মিয়ার ছেলে মো.বাবুল মিয়া (৫০), মৃত আফজাল আহম্মদের ছেলে মো. মনজুরুল আলম (৩৭), মৃত আনু মিয়র ছেলে মো. মুমিন হোসেন (২৪) ও মো. মুজাহিদের ছেলে মো. গ্যাস বাবুল (৫০)।
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫
চট্টগ্রামের বোয়ালখালীতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদকসহ ৪ জনকে আটক করেছে সেনাবাহিনী। এসময় তাদের কাছ ২টি লোকাল গান, ৩টি এ্যামোনিশন (গুলি), ৫৭টি দেশীয় অস্ত্র, ৯টি মোবাইল সেট, ৭৫০ গ্রাম গাঁজা, ২ লিটার চোলাই মদ, ৪ হাজার ৭০০ দেরহাম বৈদেশিক মুদ্রা ও নগদ ৫২ হাজার ৬৭০ টাকা জব্দ করা হয়েছে। সোমবার (৭ এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরণদ্বীপ এলাকায় এ অভিযান পরিচালনা করেন বোয়ালখালী সেনাক্যাম্প কমান্ডার মেজর রাসেল।
আটকৃতরা হলো- চরণদ্বীপ ইউনিয়নের মৃত হাসু মিয়ার ছেলে মো.বাবুল মিয়া (৫০), মৃত আফজাল আহম্মদের ছেলে মো. মনজুরুল আলম (৩৭), মৃত আনু মিয়র ছেলে মো. মুমিন হোসেন (২৪) ও মো. মুজাহিদের ছেলে মো. গ্যাস বাবুল (৫০)।