বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের হিসাবরক্ষণ অফিস থেকে দেড় লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। ঘটনার ৩ দিন পর বিষয়টি প্রকাশ্যে আসে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ থানায় অভিযোগ দিয়েছে। জানা যায়, গত ২ এপ্রিল (বুধবার) হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত হিসাবরক্ষণ অফিসে চুরির ঘটনা ঘটে। তবে তা সামনে আসে ৫ এপ্রিল, শনিবার সকালে। ওই দিন সকাল সাড়ে ৯টার দিকে উপ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ অফিসে এসে পিয়ন মোহাম্মদ এনামুল হকের কাছ থেকে চুরির বিষয়ে জানতে পারেন। তাৎক্ষণিকভাবে তিনি প্রধান হিসাবরক্ষক মো. মামুনুর রশিদকে ডেকে পাঠান। প্রথমে মামুনুর রশিদ জানান, ১০ হাজার টাকা চুরি হয়েছে। তবে পরে দুপুর ১২টায় তিনি জানান, মোট এক লাখ ৫০ হাজার টাকা চুরি হয়েছে। বগুড়া ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির ইনস্পেক্টর হারুনুর রশিদ বলেন, চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। অফিসের গ্রিল কাটা অবস্থায় দেখা গেছে। তবে সেই কাটা অংশ দিয়ে একজন মানুষ প্রবেশ করা সম্ভব নয়। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনো এ ঘটনায় কেউ আটক হয়নি।
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের হিসাবরক্ষণ অফিস থেকে দেড় লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। ঘটনার ৩ দিন পর বিষয়টি প্রকাশ্যে আসে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ থানায় অভিযোগ দিয়েছে। জানা যায়, গত ২ এপ্রিল (বুধবার) হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত হিসাবরক্ষণ অফিসে চুরির ঘটনা ঘটে। তবে তা সামনে আসে ৫ এপ্রিল, শনিবার সকালে। ওই দিন সকাল সাড়ে ৯টার দিকে উপ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ অফিসে এসে পিয়ন মোহাম্মদ এনামুল হকের কাছ থেকে চুরির বিষয়ে জানতে পারেন। তাৎক্ষণিকভাবে তিনি প্রধান হিসাবরক্ষক মো. মামুনুর রশিদকে ডেকে পাঠান। প্রথমে মামুনুর রশিদ জানান, ১০ হাজার টাকা চুরি হয়েছে। তবে পরে দুপুর ১২টায় তিনি জানান, মোট এক লাখ ৫০ হাজার টাকা চুরি হয়েছে। বগুড়া ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির ইনস্পেক্টর হারুনুর রশিদ বলেন, চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। অফিসের গ্রিল কাটা অবস্থায় দেখা গেছে। তবে সেই কাটা অংশ দিয়ে একজন মানুষ প্রবেশ করা সম্ভব নয়। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনো এ ঘটনায় কেউ আটক হয়নি।