দরজায় কড়া নাড়ছে ২০২৫ সালের এসএসসি পরীক্ষা। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী ১০ এপ্রিল থেকে সারাদেশের ন্যায় কুমিল্লা বোর্ডেও পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসএসসি পরীক্ষাকে সামনে রেখে কুমিল্লার চান্দিনায় পরীক্ষা কেন্দ্রের ১শ গজের মধ্যে অবৈধ বাণিজ্য মেলা চলছে। ঈদের পর থেকে স্থানীয় প্রশাসন মেলা বন্ধের জন্য নির্দেশ দিলেও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে মেলার কার্যক্রম।
রবিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর অভিযান পরিচালনা করে এক্সকাভেটরে মেলার প্রধান ফটক গুড়িয়ে দিয়ে মেলা বন্ধের নোটিশ দেন। এদিকে প্রশাসনের অভিযানের এক ঘণ্টা পর আবারও স্বরূপে ফিরে মেলার কার্যক্রম। স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় মেলার আয়োজক কমিটি প্রশাসনের নির্দেশ অমান্য করে মেলা কার্যক্রম পরিচালনা করে চলছে। এতে হতভম্ব হয়ে পড়েছে সচেতন মহল।
খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০-এর ৫ নম্বর ধারা অনুযায়ী, ‘খেলার মাঠ অন্য কোনোভাবে ব্যবহার বা অনুরূপ ব্যবহারের জন্য ভাড়া, ইজারা বা অন্য কোনো ভাবে হস্তান্তর করা যাবে না’। এ আইন লঙ্ঘনে অনধিক পাঁচ বছরের কারাদ- বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদ- অথবা উভয় সাজার বিধান আছে।
সরকারি এই নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ফেব্রুয়ারি মাসের শেষ দিকে চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে মাসব্যাপী তাঁতবস্ত্র, কুটির শিল্প মেলা নামে এই বাণিজ্য মেলার অনুমতি দেয় জেলা প্রশাসন। প্রশাসনের ওই অনুমতির ফলে প্রতিবছরের ন্যায় এবারের মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়নি এই মাঠে। জেলা প্রশাসনের সেই অনুমতি অনুযায়ী ৫ এপ্রিল মেলাটি বন্ধ হওয়ার কথা থাকলেও অদ্যবধি অবৈধ ভাবে মেলা চলছে। প্রশাসনের অনুমতির মেয়াদ শেষে রবিবার মেলাটি বন্ধ করে স্থানীয় প্রশাসন।
চান্দিনার জ্যেষ্ঠ ফুটবলার জুয়েল ভূঁইয়া জানান, চান্দিনা সদরের একমাত্র খেলার মাঠ এটি। প্রায় দেড় মাস ধরে মেলা চলার কারণে স্থানীয় ফুটবল ও ক্রিকেট খেলোয়াররা অনুশীলন করতে পারছে না। যে কারণে আমাদের টিমের সদস্যরা ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে। এছাড়া খেলার মাঠে এমন মেলার আয়োজনে মাঠের পরিবেশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। মাঠে ছোট-বড় গর্ত, তারকাটা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এতে খেলোয়ারদের যে কোন বড় ধরণের শারীরিক ক্ষতি হওয়ার সম্ভবনা রয়েছে। দ্রুত মেলা বন্ধ করে মাঠে খেলার পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি।
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫
দরজায় কড়া নাড়ছে ২০২৫ সালের এসএসসি পরীক্ষা। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী ১০ এপ্রিল থেকে সারাদেশের ন্যায় কুমিল্লা বোর্ডেও পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসএসসি পরীক্ষাকে সামনে রেখে কুমিল্লার চান্দিনায় পরীক্ষা কেন্দ্রের ১শ গজের মধ্যে অবৈধ বাণিজ্য মেলা চলছে। ঈদের পর থেকে স্থানীয় প্রশাসন মেলা বন্ধের জন্য নির্দেশ দিলেও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে মেলার কার্যক্রম।
রবিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর অভিযান পরিচালনা করে এক্সকাভেটরে মেলার প্রধান ফটক গুড়িয়ে দিয়ে মেলা বন্ধের নোটিশ দেন। এদিকে প্রশাসনের অভিযানের এক ঘণ্টা পর আবারও স্বরূপে ফিরে মেলার কার্যক্রম। স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় মেলার আয়োজক কমিটি প্রশাসনের নির্দেশ অমান্য করে মেলা কার্যক্রম পরিচালনা করে চলছে। এতে হতভম্ব হয়ে পড়েছে সচেতন মহল।
খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০-এর ৫ নম্বর ধারা অনুযায়ী, ‘খেলার মাঠ অন্য কোনোভাবে ব্যবহার বা অনুরূপ ব্যবহারের জন্য ভাড়া, ইজারা বা অন্য কোনো ভাবে হস্তান্তর করা যাবে না’। এ আইন লঙ্ঘনে অনধিক পাঁচ বছরের কারাদ- বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদ- অথবা উভয় সাজার বিধান আছে।
সরকারি এই নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ফেব্রুয়ারি মাসের শেষ দিকে চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে মাসব্যাপী তাঁতবস্ত্র, কুটির শিল্প মেলা নামে এই বাণিজ্য মেলার অনুমতি দেয় জেলা প্রশাসন। প্রশাসনের ওই অনুমতির ফলে প্রতিবছরের ন্যায় এবারের মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়নি এই মাঠে। জেলা প্রশাসনের সেই অনুমতি অনুযায়ী ৫ এপ্রিল মেলাটি বন্ধ হওয়ার কথা থাকলেও অদ্যবধি অবৈধ ভাবে মেলা চলছে। প্রশাসনের অনুমতির মেয়াদ শেষে রবিবার মেলাটি বন্ধ করে স্থানীয় প্রশাসন।
চান্দিনার জ্যেষ্ঠ ফুটবলার জুয়েল ভূঁইয়া জানান, চান্দিনা সদরের একমাত্র খেলার মাঠ এটি। প্রায় দেড় মাস ধরে মেলা চলার কারণে স্থানীয় ফুটবল ও ক্রিকেট খেলোয়াররা অনুশীলন করতে পারছে না। যে কারণে আমাদের টিমের সদস্যরা ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে। এছাড়া খেলার মাঠে এমন মেলার আয়োজনে মাঠের পরিবেশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। মাঠে ছোট-বড় গর্ত, তারকাটা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এতে খেলোয়ারদের যে কোন বড় ধরণের শারীরিক ক্ষতি হওয়ার সম্ভবনা রয়েছে। দ্রুত মেলা বন্ধ করে মাঠে খেলার পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি।