ভোলায় পুকুরে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ভেলুমিয়া ইউনিয়নের মো. কামালের মেয়ে তামান্না আক্তার (১১) ও মোঃ মহিউদ্দিনের ছেলে তালজিল (৭)। স্থানীয়রা জানান, তামান্নার বাড়ি ভেলুমিয়া হলেও সে চর সামাইয়া নানার বাড়িতে থেকে লেখাপড়া করে। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই-বোন। দুপুরে দু’জন এক সাথে পুকুরে গোসল করতে যায়। তানজিল পানিতে ডুবে গেলে তাকে বাঁচাতে গিয়ে তামান্না ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাহাদাৎ হাসনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫
ভোলায় পুকুরে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ভেলুমিয়া ইউনিয়নের মো. কামালের মেয়ে তামান্না আক্তার (১১) ও মোঃ মহিউদ্দিনের ছেলে তালজিল (৭)। স্থানীয়রা জানান, তামান্নার বাড়ি ভেলুমিয়া হলেও সে চর সামাইয়া নানার বাড়িতে থেকে লেখাপড়া করে। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই-বোন। দুপুরে দু’জন এক সাথে পুকুরে গোসল করতে যায়। তানজিল পানিতে ডুবে গেলে তাকে বাঁচাতে গিয়ে তামান্না ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাহাদাৎ হাসনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।