নওগাঁর পোরশায় নুর মোহাম্মদ ওরফে নুরু(৫৫) ও রেজিয়া খাতুন(৫৮) নামের দুই আপন ভাই-বোনের লাশ একই বাড়ি থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। মৃতরা হলেন পোরশা সদরের পূর্ববাড়ি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে ও মেয়ে।
জানা গেছে, সোমবার রাতে ঐ বাড়ি থেকে পঁচা দুর্গন্ধ বের হওয়ায় প্রতিবেশীরা ঘরের জানালার থাই গ্লাস সরিয়ে রেজিয়া খাতুনের লাশ ঘরের মেঝোতে পড়ে থাকতে দেখেন। এসময় স্থানীয়রা থানায় খবর দিলে থানা পুলিশ এসে তার লাশ উদ্ধার করেন এবং ঐসময় একই বাড়ির অপর একটি রুম থেকে নুর মোহাম্মদ নুরু’র লাশ উদ্ধার করেন।
রেজিয়া খাতুনের কোন সন্তান না থাকায় ও স্বামী পরিত্যক্তা হওয়ায় এবং নুর মোহাম্মদ ওরফে নুরু’র স্ত্রী জীবিত না থাকায় ও তার একমাত্র মেয়ের অন্যত্র বিয়ে হওয়ায় তারা দুই ভাই বোন একই বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করতেন। পোরশা থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক জানান, বাড়ীর মেইন দরজায় বাহির থেকে তালা লাগানো এবং অন্য দরজায় ভিতর থেকে আটকানো ছিল। লাশ দুটি অধিক ফোলা এবং দূর্গন্ধযুক্ত পচন ধরা অবস্থায় ছিল। ময়না তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও তিনি জানান। ঘটনাস্থল নওগাঁ পিবিআই ও সিআইডি’র কর্মকর্তাগণ পরিদর্শন করেছেন।
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫
নওগাঁর পোরশায় নুর মোহাম্মদ ওরফে নুরু(৫৫) ও রেজিয়া খাতুন(৫৮) নামের দুই আপন ভাই-বোনের লাশ একই বাড়ি থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। মৃতরা হলেন পোরশা সদরের পূর্ববাড়ি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে ও মেয়ে।
জানা গেছে, সোমবার রাতে ঐ বাড়ি থেকে পঁচা দুর্গন্ধ বের হওয়ায় প্রতিবেশীরা ঘরের জানালার থাই গ্লাস সরিয়ে রেজিয়া খাতুনের লাশ ঘরের মেঝোতে পড়ে থাকতে দেখেন। এসময় স্থানীয়রা থানায় খবর দিলে থানা পুলিশ এসে তার লাশ উদ্ধার করেন এবং ঐসময় একই বাড়ির অপর একটি রুম থেকে নুর মোহাম্মদ নুরু’র লাশ উদ্ধার করেন।
রেজিয়া খাতুনের কোন সন্তান না থাকায় ও স্বামী পরিত্যক্তা হওয়ায় এবং নুর মোহাম্মদ ওরফে নুরু’র স্ত্রী জীবিত না থাকায় ও তার একমাত্র মেয়ের অন্যত্র বিয়ে হওয়ায় তারা দুই ভাই বোন একই বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করতেন। পোরশা থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক জানান, বাড়ীর মেইন দরজায় বাহির থেকে তালা লাগানো এবং অন্য দরজায় ভিতর থেকে আটকানো ছিল। লাশ দুটি অধিক ফোলা এবং দূর্গন্ধযুক্ত পচন ধরা অবস্থায় ছিল। ময়না তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও তিনি জানান। ঘটনাস্থল নওগাঁ পিবিআই ও সিআইডি’র কর্মকর্তাগণ পরিদর্শন করেছেন।