নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পানির মোটরের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে আমির হোসেন (৫০) নামের এক বিদ্যুৎ মিস্ত্রির মৃত্যু হয়েছে এবং তার সাথে কাজ করতে যাওয়া শরীফ হোসেন (৫০) নামের এক সহযোগী আহত হয়েছে। সোনারগাঁও সরকারী কলেজে পানির মটরের কাজ করার সময় গত সোমবার দুপুরে এ্ই দুর্ঘটনা ঘটে।
সোনারগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম জানান, বিদ্যুৎ থাকার পরও কলেজের পানি ওঠানোর মটরটি চলছিলনা। সেটি ঠিক করার জন্য মিস্ত্রি ডেকে আনা হয়। তারা মটর রুমে বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। এসময় ঘটনাস্থলেই মিস্ত্রি মৃত্যুবরণ করে ও তার সহযোগি আহত হয়। আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান জানান, সোনারগাঁও সরকারী কলেজে একজনের মৃত্যু হয়েছে জানতে পেরে মরদেহ উদ্ধার করা হয়েছে। আরেকজনকে আহতাবস্থায় ঢাকায় একটি হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা। তবে নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত আমির হোসেন উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে এবং আহত শরীফ হোসেন একই এলাকার সুরুজ্জামান মিয়ার ছেলে।
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পানির মোটরের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে আমির হোসেন (৫০) নামের এক বিদ্যুৎ মিস্ত্রির মৃত্যু হয়েছে এবং তার সাথে কাজ করতে যাওয়া শরীফ হোসেন (৫০) নামের এক সহযোগী আহত হয়েছে। সোনারগাঁও সরকারী কলেজে পানির মটরের কাজ করার সময় গত সোমবার দুপুরে এ্ই দুর্ঘটনা ঘটে।
সোনারগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম জানান, বিদ্যুৎ থাকার পরও কলেজের পানি ওঠানোর মটরটি চলছিলনা। সেটি ঠিক করার জন্য মিস্ত্রি ডেকে আনা হয়। তারা মটর রুমে বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। এসময় ঘটনাস্থলেই মিস্ত্রি মৃত্যুবরণ করে ও তার সহযোগি আহত হয়। আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান জানান, সোনারগাঁও সরকারী কলেজে একজনের মৃত্যু হয়েছে জানতে পেরে মরদেহ উদ্ধার করা হয়েছে। আরেকজনকে আহতাবস্থায় ঢাকায় একটি হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা। তবে নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত আমির হোসেন উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে এবং আহত শরীফ হোসেন একই এলাকার সুরুজ্জামান মিয়ার ছেলে।