উচ্চ আদালতে জামিনে ছাড়া পাওয়া সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ অধ্যাপক ডা. আব্দুল আজিজকে মঙ্গলবার রাতে কারাগারের সামনের থেকে ধরে নিয়ে মারধর করে ছাত্রজনতা । সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. হুমায়ন কবির বলেন, রাত ৯টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা তাকে থানায় নিয়ে এলে পুলিশ হেফাজতে রাখা হয়।
এর আগে রাত পৌনে ৮টার দিকে জেলা কারাগার থেকে জামিনে ছাড়া পান সিরাজগঞ্জের তাড়াশ-রায়গঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজ। পরে কারাগারের গেট থেকে তাকে জোরপূর্বক ধরে নিয়ে যাওয়া হয়। সিরাজগঞ্জ কারাতত্ত্বাবধায়ক মো. কামরুজ্জামান বলেন, উচ্চ আদালতের নির্দেশে তার জামিন হয়েছে। স্থানীয় প্রশাসন এবং নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সঙ্গে আলাপ-আলোচনা করে রাত পৌনে ৮টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়ার পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা তাকে ধরে নিয়ে যায়।
এব্যাপারে তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান বুধবার বলেন, সাবেক এমপি আব্দুল আজিজ এখনো পুলিশ হেফাজতে (সিরাজগঞ্জ সদর থানায়) আছেন। ৫ আগস্টের মামলার সম্পৃক্ত করে তাকে পুনরায় আদালতে প্রেরণ করা হবে।
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫
উচ্চ আদালতে জামিনে ছাড়া পাওয়া সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ অধ্যাপক ডা. আব্দুল আজিজকে মঙ্গলবার রাতে কারাগারের সামনের থেকে ধরে নিয়ে মারধর করে ছাত্রজনতা । সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. হুমায়ন কবির বলেন, রাত ৯টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা তাকে থানায় নিয়ে এলে পুলিশ হেফাজতে রাখা হয়।
এর আগে রাত পৌনে ৮টার দিকে জেলা কারাগার থেকে জামিনে ছাড়া পান সিরাজগঞ্জের তাড়াশ-রায়গঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজ। পরে কারাগারের গেট থেকে তাকে জোরপূর্বক ধরে নিয়ে যাওয়া হয়। সিরাজগঞ্জ কারাতত্ত্বাবধায়ক মো. কামরুজ্জামান বলেন, উচ্চ আদালতের নির্দেশে তার জামিন হয়েছে। স্থানীয় প্রশাসন এবং নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সঙ্গে আলাপ-আলোচনা করে রাত পৌনে ৮টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়ার পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা তাকে ধরে নিয়ে যায়।
এব্যাপারে তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান বুধবার বলেন, সাবেক এমপি আব্দুল আজিজ এখনো পুলিশ হেফাজতে (সিরাজগঞ্জ সদর থানায়) আছেন। ৫ আগস্টের মামলার সম্পৃক্ত করে তাকে পুনরায় আদালতে প্রেরণ করা হবে।