ব্রাহ্মণ্যবাড়িয়া জেলার আশুগঞ্জে কুচিয়া ধরতে গিয়ে নিখোঁজ হওয়া এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ হওয়ার ১০ দিন পর গত মঙ্গলবার,রাত ৮ টার দিকে আশুগঞ্জ উপজেলার তালতলা বাজার রেললাইন সংলগ্ন এলাকার একটি ঘর থেকে তার লাশটি উদ্ধার হয়। আগে গত ৩০ মার্চ রাত ৮ টার দিকে নিখোঁজ হন। নিখোঁজ হন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের ইন্দা চুল্লী গ্রামের হোসেন মিয়ার ছেলে ইসলাম মিয়া (৩৫)। ব্রাম্ম্রণবাড়িযা জেনারেল হাসপাতালে লাশ ময়নাতদন্তের পর পরিবারের আবেদনের ভিত্তিতে হস্তান্তর করা হয়েছে। লাশ উদ্ধারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন গুণধর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চাঁন মিয়া।
শনিবার, ১২ এপ্রিল ২০২৫
ব্রাহ্মণ্যবাড়িয়া জেলার আশুগঞ্জে কুচিয়া ধরতে গিয়ে নিখোঁজ হওয়া এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ হওয়ার ১০ দিন পর গত মঙ্গলবার,রাত ৮ টার দিকে আশুগঞ্জ উপজেলার তালতলা বাজার রেললাইন সংলগ্ন এলাকার একটি ঘর থেকে তার লাশটি উদ্ধার হয়। আগে গত ৩০ মার্চ রাত ৮ টার দিকে নিখোঁজ হন। নিখোঁজ হন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের ইন্দা চুল্লী গ্রামের হোসেন মিয়ার ছেলে ইসলাম মিয়া (৩৫)। ব্রাম্ম্রণবাড়িযা জেনারেল হাসপাতালে লাশ ময়নাতদন্তের পর পরিবারের আবেদনের ভিত্তিতে হস্তান্তর করা হয়েছে। লাশ উদ্ধারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন গুণধর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চাঁন মিয়া।