কুমিল্লার মুরাদনগরে চাঁদাবাজকে ছিনিয়ে নিতে থানায় হামলার ঘটনায় উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক হাজী ইদ্রিসকে গত শনিবার দুপুরে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান। হাজী ইদ্রিসকে গ্রেপ্তারের সংবাদে কোম্পানীগঞ্জ পরিবহন সেক্টরে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। এ বিষয়ে গত শুক্র ও শনিবার বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হলে পুলিশের টনক লড়ে।
পুলিশ জানায়, গত ২৪ মার্চ মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা প্রকাশ্যে চাঁদাবাজির ঘটনার প্রতিবাদ করলে তাদের উপর আক্রমণ করা হয়। এ ঘটনায় চাঁর রশিদসহ রহিমপুর গ্রামের আবুল কালামকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা থানায় অভিযোগ দিতে গেলে চাঁদাবাজ আবুল কালামের পক্ষ হয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা ওরফে গুছা মাসুদের নেতৃত্বে আসামি ছিনিয়ে নেয়ার জন্য থানায় আক্রমন করে। এ ঘটনায় থানা পুলিশ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফয়সাল বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করে। থানায় হামলার মামলাটি কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত করছেন। এ পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়।
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকস দল মুরাদনগর থানায় হামলা মামলার পলাতক আসামী হাজী ইদ্রিসকে গত শনিবার দুপুরে কোম্পানীগঞ্জ বাজারের উত্তরা ব্যাংকের নীচ থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল।
রোববার, ১৩ এপ্রিল ২০২৫
কুমিল্লার মুরাদনগরে চাঁদাবাজকে ছিনিয়ে নিতে থানায় হামলার ঘটনায় উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক হাজী ইদ্রিসকে গত শনিবার দুপুরে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান। হাজী ইদ্রিসকে গ্রেপ্তারের সংবাদে কোম্পানীগঞ্জ পরিবহন সেক্টরে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। এ বিষয়ে গত শুক্র ও শনিবার বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হলে পুলিশের টনক লড়ে।
পুলিশ জানায়, গত ২৪ মার্চ মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা প্রকাশ্যে চাঁদাবাজির ঘটনার প্রতিবাদ করলে তাদের উপর আক্রমণ করা হয়। এ ঘটনায় চাঁর রশিদসহ রহিমপুর গ্রামের আবুল কালামকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা থানায় অভিযোগ দিতে গেলে চাঁদাবাজ আবুল কালামের পক্ষ হয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা ওরফে গুছা মাসুদের নেতৃত্বে আসামি ছিনিয়ে নেয়ার জন্য থানায় আক্রমন করে। এ ঘটনায় থানা পুলিশ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফয়সাল বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করে। থানায় হামলার মামলাটি কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত করছেন। এ পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়।
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকস দল মুরাদনগর থানায় হামলা মামলার পলাতক আসামী হাজী ইদ্রিসকে গত শনিবার দুপুরে কোম্পানীগঞ্জ বাজারের উত্তরা ব্যাংকের নীচ থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল।