ময়মনসিংহের তারাকান্দায় মাছের খামারের পুকুরে ল গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই -বোন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার বালিখা ইউনিয়নের পশ্চিম পাগুলী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো একই গ্রামের মো. আনারুল হকের ছেলে মো. তাওহীদ (৬) ও মো. সামিউল হকের মেয়ে আফছা মণি (৫)।
তারাকান্দা থানার ওসি মোহাম্মদ টিপু সুলতান বলেন, বিকেল ৩টার দিকে বাড়ির পাশে ফিসারির অল্প পানিতে নেমে তাওহীদ, আফছা মণি ও তাদের সমবয়সী সাওদা আক্তার গোসল করছিল। গোসলের একপর্যায়ে তাওহীদ ও আফছা মণি বেশি পানিতে গিয়ে ডুবে গেলে তারা আর উঠতে পারেনি। এসময় সাওদার ডাক চিৎকারে পরিবারের লোকজন এসে পানিতে খুঁজাখুঁজি করে। পরে দুজনের মরদেহ খুঁজে পেয়ে উদ্ধার করে।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
ময়মনসিংহের তারাকান্দায় মাছের খামারের পুকুরে ল গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই -বোন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার বালিখা ইউনিয়নের পশ্চিম পাগুলী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো একই গ্রামের মো. আনারুল হকের ছেলে মো. তাওহীদ (৬) ও মো. সামিউল হকের মেয়ে আফছা মণি (৫)।
তারাকান্দা থানার ওসি মোহাম্মদ টিপু সুলতান বলেন, বিকেল ৩টার দিকে বাড়ির পাশে ফিসারির অল্প পানিতে নেমে তাওহীদ, আফছা মণি ও তাদের সমবয়সী সাওদা আক্তার গোসল করছিল। গোসলের একপর্যায়ে তাওহীদ ও আফছা মণি বেশি পানিতে গিয়ে ডুবে গেলে তারা আর উঠতে পারেনি। এসময় সাওদার ডাক চিৎকারে পরিবারের লোকজন এসে পানিতে খুঁজাখুঁজি করে। পরে দুজনের মরদেহ খুঁজে পেয়ে উদ্ধার করে।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।