লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মধ্য সিঙ্গিমারী সীমান্তে গুলিবিদ্ধ এক বাংলাদেশি যুবককে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার দুপুরে উপজেলার ৮৯৪ নম্বর মেইন পিলারের সাব-পিলার ৬-এস এলাকা সংলগ্ন সীমান্তে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী।
সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু জানান, গুলিবিদ্ধ যুবকের নাম হাসিনুর রহমান (২৮)। তিনি মধ্য সিঙ্গিমারী এলাকার জাহিদুল ইসলামের ছেলে।
সীমান্তবাসীদের বরাতে জানা গেছে, হাসিনুরসহ কয়েকজন সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ-১৫৭ ব্যাটালিয়নের ফুলবাড়ি ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে হাসিনুর গুলিবিদ্ধ হন।
ইউপি চেয়ারম্যান বলেন, “ঘটনার খবর পেয়ে গ্রামপুলিশ ও ইউপি সদস্যকে পাঠিয়েছি। সীমান্তের বাসিন্দারা বলছেন, গুলিবিদ্ধ হাসিনুরকে কুচবিহারে নিয়ে গেছে বিএসএফ।”
হাতীবান্ধা থানার ওসি বলেন, “সীমান্তবাসীর মাধ্যমে গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।”
এ বিষয়ে জানতে রংপুর ৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুসাহিদ মাসুমকে একাধিকবার মোবাইল ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মধ্য সিঙ্গিমারী সীমান্তে গুলিবিদ্ধ এক বাংলাদেশি যুবককে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার দুপুরে উপজেলার ৮৯৪ নম্বর মেইন পিলারের সাব-পিলার ৬-এস এলাকা সংলগ্ন সীমান্তে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী।
সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু জানান, গুলিবিদ্ধ যুবকের নাম হাসিনুর রহমান (২৮)। তিনি মধ্য সিঙ্গিমারী এলাকার জাহিদুল ইসলামের ছেলে।
সীমান্তবাসীদের বরাতে জানা গেছে, হাসিনুরসহ কয়েকজন সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ-১৫৭ ব্যাটালিয়নের ফুলবাড়ি ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে হাসিনুর গুলিবিদ্ধ হন।
ইউপি চেয়ারম্যান বলেন, “ঘটনার খবর পেয়ে গ্রামপুলিশ ও ইউপি সদস্যকে পাঠিয়েছি। সীমান্তের বাসিন্দারা বলছেন, গুলিবিদ্ধ হাসিনুরকে কুচবিহারে নিয়ে গেছে বিএসএফ।”
হাতীবান্ধা থানার ওসি বলেন, “সীমান্তবাসীর মাধ্যমে গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।”
এ বিষয়ে জানতে রংপুর ৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুসাহিদ মাসুমকে একাধিকবার মোবাইল ফোন করা হলেও তিনি সাড়া দেননি।