বরুড়া (কুমিল্লা) : উপজেলা পরিষদের প্রধান ফটকসংলগ্ন শহীদ মিনার পরিণত হয়েছে গাড়ি রাখার পার্কিংয়ে -সংবাদ
কুমিল্লার বরুড়ায় উপজেলা পরিষদের প্রধান ফটকসংলগ্ন উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারটি রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে এর চত্বরটিতে পিকআপ ভ্যান, মাইক্রোবাস এবং প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন রাখার অবৈধ পার্কিংয়ে পরিনত হয়েছে। অন্যদিকে, কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরটিতে আলোকসজ্জার নিমিত্তে স্থাপিত ১৮টি স্ট্যাম্প লাইট এক শ্রেণির দুর্বৃত্ত কর্তৃক চুরি হয়ে যাওয়ায়, রাতের আঁধারে ওই চত্বরটিতে মাদক সেবিদের আখড়ায় পরিনত হয়েছে। এ ছাড়া, শহীদ মিনারটির বেদী এবং স্তম্ভের বিভিন্ন স্থানে টাইলস খসে গেছে এবং এর বিভিন্ন স্থানে জন্মেছে বটবৃক্ষের চারা।
স্থানীয়দের অভিযোগ, শহীদ মিনার বাঙ্গালী জাতিসত্তার প্রতীক। এটি আমাদের গৌরব এবং অহংকারের প্রতীক। এ ছাড়া শহীদ মিনার সারা বিশ্বের সব মাতৃভাষার প্রতীক। অথচ প্রশাসনের নাকের ডগায় স্থাপিত কেন্দ্রীয় শহীদ মিনারটি যথাযথভাবে রক্ষণাবেক্ষণের অভাবে ওই স্থানটি এখন এহেন অবস্থায় পরিণত হয়েছে। তারা অনতিবিলম্বে শহীদ মিনারসহ এই চত্বরটি সংস্কার করে যথাযথভাবে সংরক্ষনের দাবি জানান।
বরুড়া (কুমিল্লা) : উপজেলা পরিষদের প্রধান ফটকসংলগ্ন শহীদ মিনার পরিণত হয়েছে গাড়ি রাখার পার্কিংয়ে -সংবাদ
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
কুমিল্লার বরুড়ায় উপজেলা পরিষদের প্রধান ফটকসংলগ্ন উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারটি রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে এর চত্বরটিতে পিকআপ ভ্যান, মাইক্রোবাস এবং প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন রাখার অবৈধ পার্কিংয়ে পরিনত হয়েছে। অন্যদিকে, কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরটিতে আলোকসজ্জার নিমিত্তে স্থাপিত ১৮টি স্ট্যাম্প লাইট এক শ্রেণির দুর্বৃত্ত কর্তৃক চুরি হয়ে যাওয়ায়, রাতের আঁধারে ওই চত্বরটিতে মাদক সেবিদের আখড়ায় পরিনত হয়েছে। এ ছাড়া, শহীদ মিনারটির বেদী এবং স্তম্ভের বিভিন্ন স্থানে টাইলস খসে গেছে এবং এর বিভিন্ন স্থানে জন্মেছে বটবৃক্ষের চারা।
স্থানীয়দের অভিযোগ, শহীদ মিনার বাঙ্গালী জাতিসত্তার প্রতীক। এটি আমাদের গৌরব এবং অহংকারের প্রতীক। এ ছাড়া শহীদ মিনার সারা বিশ্বের সব মাতৃভাষার প্রতীক। অথচ প্রশাসনের নাকের ডগায় স্থাপিত কেন্দ্রীয় শহীদ মিনারটি যথাযথভাবে রক্ষণাবেক্ষণের অভাবে ওই স্থানটি এখন এহেন অবস্থায় পরিণত হয়েছে। তারা অনতিবিলম্বে শহীদ মিনারসহ এই চত্বরটি সংস্কার করে যথাযথভাবে সংরক্ষনের দাবি জানান।