কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ১ কোটি ৯৭ লাখ ৬৭ হাজার ৩৪০ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক ও বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে। এ সময় মো. মাহিন (১৮) না?মে এক চোরাকারবারীকেও আটক করা হয়। গত ১১ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত এই অভিযান চালানো হয় কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার শংকুচাইল, শশীদল, সালদানদী ও বড়জ্বালা বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার আখাউড়া, ঘাগুটিয়া, চন্ডিদার, কসবা ও মাদলা বিওপির আওতাধীন সীমান্ত এলাকায়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছেÑ কিসমিস ২৭ কেজি, গরু ২টি, চকলেট ৯৩৫ পিস, চা-পাতা ২ কেজি, চাল ৭,৫৮৫ কেজি, চিংড়ি মাছের রেনু ৮১ বক্স, চিনি ৮৩২ কেজি, ডরমিন মলম ২৭৫ পিস, চুলের তেল ৮১ বোতল, দুধ ১ কেজি, পন্ডস পাউডার ১,৫৮৪ পিস, ফুসকা ৮১৮ কেজি, বাজি ৫৩,৬০১ পিস, মোবাইল ফোন ১৬৮টি, মোবাইল ডিসপ্লে ২৪৩ পিস, নেহা মেহেদী ১১৩৮ পিস, এনার্জি ড্রিংকস ৭৮৭ বোতল, শাড়ি ৩১ পিস, শ্যাম্পু ২৩৫ পিস, সাবান ৭৯ পিস, বাংলাদেশি অটোরিকশা ১টি, ইয়াবা ৪,৮১৫ পিস, হুইস্কি ৪০ বোতল, বিয়ার ১৩৮ বোতল, ইস্কাপ সিরাপ ২৫৮ বোতল, গাঁজা ২৮ কেজি এবং সিগারেট ২,৪৫০ প্যাকেট।
সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ১ কোটি ৯৭ লাখ ৬৭ হাজার ৩৪০ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক ও বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে। এ সময় মো. মাহিন (১৮) না?মে এক চোরাকারবারীকেও আটক করা হয়। গত ১১ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত এই অভিযান চালানো হয় কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার শংকুচাইল, শশীদল, সালদানদী ও বড়জ্বালা বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার আখাউড়া, ঘাগুটিয়া, চন্ডিদার, কসবা ও মাদলা বিওপির আওতাধীন সীমান্ত এলাকায়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছেÑ কিসমিস ২৭ কেজি, গরু ২টি, চকলেট ৯৩৫ পিস, চা-পাতা ২ কেজি, চাল ৭,৫৮৫ কেজি, চিংড়ি মাছের রেনু ৮১ বক্স, চিনি ৮৩২ কেজি, ডরমিন মলম ২৭৫ পিস, চুলের তেল ৮১ বোতল, দুধ ১ কেজি, পন্ডস পাউডার ১,৫৮৪ পিস, ফুসকা ৮১৮ কেজি, বাজি ৫৩,৬০১ পিস, মোবাইল ফোন ১৬৮টি, মোবাইল ডিসপ্লে ২৪৩ পিস, নেহা মেহেদী ১১৩৮ পিস, এনার্জি ড্রিংকস ৭৮৭ বোতল, শাড়ি ৩১ পিস, শ্যাম্পু ২৩৫ পিস, সাবান ৭৯ পিস, বাংলাদেশি অটোরিকশা ১টি, ইয়াবা ৪,৮১৫ পিস, হুইস্কি ৪০ বোতল, বিয়ার ১৩৮ বোতল, ইস্কাপ সিরাপ ২৫৮ বোতল, গাঁজা ২৮ কেজি এবং সিগারেট ২,৪৫০ প্যাকেট।
সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।