শুক্রবার সকালে ভালুকা-গফরগাঁও সড়কের গোয়ারী নন্দীবাড়ী নামক স্থানে মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাদ্রাসা শিক্ষিকা রোকাইয়া আক্তার (৬০) ও প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি লাল মিয়া (৩০) নিহত হয়। এ সময় দুই চালকসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, ঘটনার সময় গফরগাঁওগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা হায়েস মাইক্রোবাস (ঢাকা-মেট্রো-২৯৬৫) চাপা দেয়। ঘটনাস্থলেই পূর্ব ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি ভালুকা গ্রামের মৃত আজগর আলীর ছেলে লাল মিয়া (৩০) নিহত হন। এতে সিএনজির ৪ যাত্রী মাইক্রোবাস ও সিএনজি চালকসহ ৪ জন আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনায় আহতরা হলেন নিহত লাল মিয়ার স্ত্রী তাসলিমা (২৫), তার মামী সূর্যত আলীর স্ত্রী রোকেয়া আক্তার (৬০), অপর মামী তৈয়ব আলীর স্ত্রী জ্যোৎস্না আরা (৪৮) ও সিএনজি চালক রোমান (৪৫) সহ পাঁচজন। আহত ৪ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় ভালুকার কাঁঠালী দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষিকা রোকেয়া আক্তার মারা যান। নিহতের পরিবার সূত্রে জানা যায় লাল মিয়ার অসুস্থ খালাকে দেখতে শ্রীপুর উপজেলার কাউরাইদ গ্রামে যাওয়ার সময় পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শামছুল হুদা খান জানান, মাইক্রোবাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দ করা হয়েছে। একজনের লাশ ভালুকা থানায় রয়েছে।
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
শুক্রবার সকালে ভালুকা-গফরগাঁও সড়কের গোয়ারী নন্দীবাড়ী নামক স্থানে মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাদ্রাসা শিক্ষিকা রোকাইয়া আক্তার (৬০) ও প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি লাল মিয়া (৩০) নিহত হয়। এ সময় দুই চালকসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, ঘটনার সময় গফরগাঁওগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা হায়েস মাইক্রোবাস (ঢাকা-মেট্রো-২৯৬৫) চাপা দেয়। ঘটনাস্থলেই পূর্ব ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি ভালুকা গ্রামের মৃত আজগর আলীর ছেলে লাল মিয়া (৩০) নিহত হন। এতে সিএনজির ৪ যাত্রী মাইক্রোবাস ও সিএনজি চালকসহ ৪ জন আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনায় আহতরা হলেন নিহত লাল মিয়ার স্ত্রী তাসলিমা (২৫), তার মামী সূর্যত আলীর স্ত্রী রোকেয়া আক্তার (৬০), অপর মামী তৈয়ব আলীর স্ত্রী জ্যোৎস্না আরা (৪৮) ও সিএনজি চালক রোমান (৪৫) সহ পাঁচজন। আহত ৪ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় ভালুকার কাঁঠালী দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষিকা রোকেয়া আক্তার মারা যান। নিহতের পরিবার সূত্রে জানা যায় লাল মিয়ার অসুস্থ খালাকে দেখতে শ্রীপুর উপজেলার কাউরাইদ গ্রামে যাওয়ার সময় পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শামছুল হুদা খান জানান, মাইক্রোবাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দ করা হয়েছে। একজনের লাশ ভালুকা থানায় রয়েছে।