রামুর মরিচ্যা চেকপোস্টে অভিযান চালিয়ে দুই লক্ষ ঊনপঞ্চাশ হাজার টাকার জাল নোটসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে একজন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রয়েছেন।
গত ১৯ এপ্রিল রাত ১০টার দিকে এ অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হলেন, রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের মৃত গোলাম কাদেরের পুত্র ও বর্তমান ইউপি সদস্য মোহাম্মদ হাসান , মোহাম্মদ শফির পুত্র মো. কাজল এবং মৃত আনু মিয়ার পুত্র মো. এহসানুল হক। তিনজনই একই ইউনিয়নের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মরিচ্যা চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ২ লাখ ৪৯ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাতে জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ঘটনার সাথে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।
রোববার, ২০ এপ্রিল ২০২৫
রামুর মরিচ্যা চেকপোস্টে অভিযান চালিয়ে দুই লক্ষ ঊনপঞ্চাশ হাজার টাকার জাল নোটসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে একজন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রয়েছেন।
গত ১৯ এপ্রিল রাত ১০টার দিকে এ অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হলেন, রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের মৃত গোলাম কাদেরের পুত্র ও বর্তমান ইউপি সদস্য মোহাম্মদ হাসান , মোহাম্মদ শফির পুত্র মো. কাজল এবং মৃত আনু মিয়ার পুত্র মো. এহসানুল হক। তিনজনই একই ইউনিয়নের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মরিচ্যা চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ২ লাখ ৪৯ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাতে জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ঘটনার সাথে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।