বাগেরহাটের মোরেলগঞ্জে ফুফাতো ভাইয়ের মৃত্যুর খবর শুনে লাশ দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়ে লাশ হয়ে ফিরলেন সিয়াম গাজী (২০) নামের এক ভাই। আর হ্নদয় বিদারক এ ঘটনাটি ঘটেছে শনিবার সকালে পিরোজপুর-বাগেরহাট আঞ্চলিক মহাসড়কের বলভদ্রপুর নামক স্থানে। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন ৩ জন। আহতদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
নিহত যুবকের চাচা ফারুক গাজী জানান, মোড়েলগঞ্জ উপজেলার তেলিগাতি ইউনিয়নের তেলিগাতি গ্রামে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মজিবর রহমান গাজীর ছেলে সিয়াম গাজী সহ পরিবারের ৪ জন সদস্য পিরোজপুর শহরে মৃত ফুফাতো ভাইকে দেখতে একটি ইজিবাইক যোগে শনিবার সকালে রওনা হয়।
পথিমধ্যে কচুয়া বাঁধালের বলভদ্রপুর নামক স্থানে পিরোজপুর থেকে ছেড়ে একটি পরিবহন বাস ইজিবাইকটিকে সজোড়ে ধাক্কা দিলে ঘটনাস্থলে সিয়াম গাজীর মৃত্যু হয়।
এ সময় ইজিবাইকে থাকা নিহতের পিতা মজিবর রহমান গাজী (৫৫), ইজিবাইক ড্রাইভার বাপ্পি (২৫) ও একজন পথচারি গুরুত্বর আহত হয়। ঘটনার পরপরই মহিষপুরা ফাঁড়ি পুলিশের এসআই তমিজ উদ্দিন ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাটে প্রেরণ করেন।
নিহত সিয়াম গাজী ঢাকায় একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকুরিরত অবস্থায় ছিলেন ছুটিতে বাড়িতে এসেছিলেন। পরিবারে তার ২ ভাই, ১ বোন পিতা মাতা রয়েছে। এসআই তমিজ উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে আমি দ্রুত ঘটনাস্থলে যাই।
আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ ও নিহত সিয়াম গাজীর লাশ উদ্ধার করি। এ বিষয়ে হাইওয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করবে বলে জানান তিনি।
রোববার, ২০ এপ্রিল ২০২৫
বাগেরহাটের মোরেলগঞ্জে ফুফাতো ভাইয়ের মৃত্যুর খবর শুনে লাশ দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়ে লাশ হয়ে ফিরলেন সিয়াম গাজী (২০) নামের এক ভাই। আর হ্নদয় বিদারক এ ঘটনাটি ঘটেছে শনিবার সকালে পিরোজপুর-বাগেরহাট আঞ্চলিক মহাসড়কের বলভদ্রপুর নামক স্থানে। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন ৩ জন। আহতদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
নিহত যুবকের চাচা ফারুক গাজী জানান, মোড়েলগঞ্জ উপজেলার তেলিগাতি ইউনিয়নের তেলিগাতি গ্রামে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মজিবর রহমান গাজীর ছেলে সিয়াম গাজী সহ পরিবারের ৪ জন সদস্য পিরোজপুর শহরে মৃত ফুফাতো ভাইকে দেখতে একটি ইজিবাইক যোগে শনিবার সকালে রওনা হয়।
পথিমধ্যে কচুয়া বাঁধালের বলভদ্রপুর নামক স্থানে পিরোজপুর থেকে ছেড়ে একটি পরিবহন বাস ইজিবাইকটিকে সজোড়ে ধাক্কা দিলে ঘটনাস্থলে সিয়াম গাজীর মৃত্যু হয়।
এ সময় ইজিবাইকে থাকা নিহতের পিতা মজিবর রহমান গাজী (৫৫), ইজিবাইক ড্রাইভার বাপ্পি (২৫) ও একজন পথচারি গুরুত্বর আহত হয়। ঘটনার পরপরই মহিষপুরা ফাঁড়ি পুলিশের এসআই তমিজ উদ্দিন ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাটে প্রেরণ করেন।
নিহত সিয়াম গাজী ঢাকায় একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকুরিরত অবস্থায় ছিলেন ছুটিতে বাড়িতে এসেছিলেন। পরিবারে তার ২ ভাই, ১ বোন পিতা মাতা রয়েছে। এসআই তমিজ উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে আমি দ্রুত ঘটনাস্থলে যাই।
আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ ও নিহত সিয়াম গাজীর লাশ উদ্ধার করি। এ বিষয়ে হাইওয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করবে বলে জানান তিনি।