নরসিংদীর মাধবদীতে নিজ ঘর থেকে স্ত্রীর এবং একটি বহুতল ভবনের কার্নিশ থেকে স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অপরদিকে, টাঙ্গাইলের কালিহাতীতে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
নরসিংদী : নরসিংদীর মাধবদী উপজেলার বালুসাইরে নিজঘর থেকে স্ত্রীর এবং বাবুর হাটের একটি ভবনের কার্নিশ থেকে স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার দুপুরে স্বামীর মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে নিয়ে যায় পুলিশ। এর আগে, গত শুক্রবার দিবাগত মাঝরাতে স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মরদেহদুটি উপজেলার বালুসাইর এলাকার মানসুরা বেগম এবং তার স্বামী রাজু মিয়ার। স্থানীয়রা জানান, গত শুক্রবার দিবাগত মাঝরাতে মানসুরা বেগমকে হত্যা করে পালিয়ে যান তার মাদকাসক্ত স্বামী রাজু মিয়া। পরে গত শনিবার দুপুরে উপজেলার বাবুরহাট এলাকায় একটি বহুতল ভবনের কার্নিশে গলায় রশি পেঁচানো অবস্থায় রাজু মিয়ার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। মরদেহদুটি বর্তমানে নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা আছে। পরবর্তী প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া এবং বিস্তারিত তদন্ত শেষে এই ঘটনার আসল রহস্য সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে, বলে জানিয়েছে পুলিশ।
টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে স্বামী সৌদি আরবে যাওয়ার ১২ দিন পর মিনারা বেগম নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় কালিহাতী পৌরসভার কুষ্টিয়া গ্রামে নিজ বসতঘর থেকে পুলিশ ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে। নিহত গৃহবধূ মিনারা বেগম কুষ্টিয়া গ্রামের সুজন মিয়া বাবুর স্ত্রী। কালিহাতী থানার এসআই শফিকুল ইসলাম জানান, মিনারা বেগমের স্বামী সুজন মিয়া বাবু গত ৭ এপ্রিল সৌদি আরবে চলে যান। স্বামী চলে যাওয়ার ১২ দিন পর নিজঘরের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মিনারা বেগম। কালিহাতী থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তে রিপোর্ট হাতে আসার পর তার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
নরসিংদীর মাধবদীতে নিজ ঘর থেকে স্ত্রীর এবং একটি বহুতল ভবনের কার্নিশ থেকে স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অপরদিকে, টাঙ্গাইলের কালিহাতীতে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
নরসিংদী : নরসিংদীর মাধবদী উপজেলার বালুসাইরে নিজঘর থেকে স্ত্রীর এবং বাবুর হাটের একটি ভবনের কার্নিশ থেকে স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার দুপুরে স্বামীর মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে নিয়ে যায় পুলিশ। এর আগে, গত শুক্রবার দিবাগত মাঝরাতে স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মরদেহদুটি উপজেলার বালুসাইর এলাকার মানসুরা বেগম এবং তার স্বামী রাজু মিয়ার। স্থানীয়রা জানান, গত শুক্রবার দিবাগত মাঝরাতে মানসুরা বেগমকে হত্যা করে পালিয়ে যান তার মাদকাসক্ত স্বামী রাজু মিয়া। পরে গত শনিবার দুপুরে উপজেলার বাবুরহাট এলাকায় একটি বহুতল ভবনের কার্নিশে গলায় রশি পেঁচানো অবস্থায় রাজু মিয়ার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। মরদেহদুটি বর্তমানে নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা আছে। পরবর্তী প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া এবং বিস্তারিত তদন্ত শেষে এই ঘটনার আসল রহস্য সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে, বলে জানিয়েছে পুলিশ।
টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে স্বামী সৌদি আরবে যাওয়ার ১২ দিন পর মিনারা বেগম নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় কালিহাতী পৌরসভার কুষ্টিয়া গ্রামে নিজ বসতঘর থেকে পুলিশ ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে। নিহত গৃহবধূ মিনারা বেগম কুষ্টিয়া গ্রামের সুজন মিয়া বাবুর স্ত্রী। কালিহাতী থানার এসআই শফিকুল ইসলাম জানান, মিনারা বেগমের স্বামী সুজন মিয়া বাবু গত ৭ এপ্রিল সৌদি আরবে চলে যান। স্বামী চলে যাওয়ার ১২ দিন পর নিজঘরের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মিনারা বেগম। কালিহাতী থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তে রিপোর্ট হাতে আসার পর তার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।