সিদ্দিরগঞ্জ : ডাস্টবিনে পাওয়া শিশুকে দত্তক নেয় নিঃসন্তান দম্পতি
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া নবজাতক এক শিশু পেয়েছে মায়ের কোল। ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার বাংলাদেশ নবজাতক হাসপাতালে ৮১ দিন সুচিকিৎসার পর অসহায় এ শিশুটিকে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এক নিঃসন্তান ব্যবসায়ী দম্পতির কাছে দত্তক দেওয়া হয়। রোববার বিকেলে বাংলাদেশ নবজাতক হাসপাতালে এ আনুষ্ঠানিকতা সম্পন্ন করে শিশুটিকে নতুন পরিবারের কাছে বুঝিয়ে দেন ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মজিবুর রহমান মুজিব। এ সময় নবজাতক হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা সুলতানা আসমা ও সোনারগাঁও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইকবাল হোসাইনসহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিশুটির ভবিষ্যৎ নিরাপত্তার কথা বিবেচনা করে ওই দম্পতির নাম-পরিচয় প্রকাশ করা হচ্ছে না।
জানা যায়, চলতি বছরের ২৯ জানুয়ারি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মোগড়াপাড়া ইউনিয়নের হাবিবপুর চৌরাস্তার একটি ডাস্টবিন থেকে এ নবজাতকটিকে উদ্ধার করা হয়। পরবর্তীতে বাংলাদেশ নবজাতক হাসপাতালের চেয়ারম্যান মাহমুদা সুলতানা আসমা মুমুর্ষ ওই নবজাতকটির সুচিকিৎসার দায়িত্ব নেন। ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে সেখানে সার্বিক সেবা-সুশ্রষায় নবজাতকটি সুস্থ হয়ে ওঠে। ডা. মুজিব নিঃষ্পাপ নবজাতকদের এভাবে আস্তকুড়ে ফেলে না দেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, জন্মদাতা মা তার গর্ভজাত সন্তান প্রতিপালনে অক্ষম হলে তারা যেন ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনে যোগাযোগ করেন। তার পরিচয় গোপন রেখেই ওই নবজাতককে গ্রহণ করা হবে। এছাড়া কোথাও কোনো নবজাতককে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেলে যে কেউ ফাউন্ডেশনের মোবাইল ফোন নম্বরে (০১৮-১৭৭৭৭৭২২) যোগাযোগ করলে তারা তাকে উদ্ধার করে সুচিকিৎসা ও নিরাপদ আশ্রয় দিবেন।
সিদ্দিরগঞ্জ : ডাস্টবিনে পাওয়া শিশুকে দত্তক নেয় নিঃসন্তান দম্পতি
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া নবজাতক এক শিশু পেয়েছে মায়ের কোল। ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার বাংলাদেশ নবজাতক হাসপাতালে ৮১ দিন সুচিকিৎসার পর অসহায় এ শিশুটিকে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এক নিঃসন্তান ব্যবসায়ী দম্পতির কাছে দত্তক দেওয়া হয়। রোববার বিকেলে বাংলাদেশ নবজাতক হাসপাতালে এ আনুষ্ঠানিকতা সম্পন্ন করে শিশুটিকে নতুন পরিবারের কাছে বুঝিয়ে দেন ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মজিবুর রহমান মুজিব। এ সময় নবজাতক হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা সুলতানা আসমা ও সোনারগাঁও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইকবাল হোসাইনসহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিশুটির ভবিষ্যৎ নিরাপত্তার কথা বিবেচনা করে ওই দম্পতির নাম-পরিচয় প্রকাশ করা হচ্ছে না।
জানা যায়, চলতি বছরের ২৯ জানুয়ারি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মোগড়াপাড়া ইউনিয়নের হাবিবপুর চৌরাস্তার একটি ডাস্টবিন থেকে এ নবজাতকটিকে উদ্ধার করা হয়। পরবর্তীতে বাংলাদেশ নবজাতক হাসপাতালের চেয়ারম্যান মাহমুদা সুলতানা আসমা মুমুর্ষ ওই নবজাতকটির সুচিকিৎসার দায়িত্ব নেন। ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে সেখানে সার্বিক সেবা-সুশ্রষায় নবজাতকটি সুস্থ হয়ে ওঠে। ডা. মুজিব নিঃষ্পাপ নবজাতকদের এভাবে আস্তকুড়ে ফেলে না দেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, জন্মদাতা মা তার গর্ভজাত সন্তান প্রতিপালনে অক্ষম হলে তারা যেন ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনে যোগাযোগ করেন। তার পরিচয় গোপন রেখেই ওই নবজাতককে গ্রহণ করা হবে। এছাড়া কোথাও কোনো নবজাতককে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেলে যে কেউ ফাউন্ডেশনের মোবাইল ফোন নম্বরে (০১৮-১৭৭৭৭৭২২) যোগাযোগ করলে তারা তাকে উদ্ধার করে সুচিকিৎসা ও নিরাপদ আশ্রয় দিবেন।