গাইবান্ধা জেলায় দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে গাইবান্ধার সচেতন মানুষ রোববার সকাল ১১টায় এক মানববন্ধন করেছে। গাইবান্ধার বাঁধের মাথা (নতুন ব্রিজ) থেকে কাউন্সিলের বাজার পর্যন্ত সড়কের দীর্ঘদিনের অবহেলিত থাকায় এলাকাবাসীর প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন গুরুত্বপূর্ণ এই সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। গর্তে ভরা রাস্তার কারণে প্রতিনিয়ত চরম দুর্ভোগে পড়ছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ হাজারো পথচারী ও যানবাহনের চালকরা। বর্ষা মৌসুমে পিরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে বলে মানববন্ধনে অভিযোগ করেন স্থানীয়রা।
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
গাইবান্ধা জেলায় দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে গাইবান্ধার সচেতন মানুষ রোববার সকাল ১১টায় এক মানববন্ধন করেছে। গাইবান্ধার বাঁধের মাথা (নতুন ব্রিজ) থেকে কাউন্সিলের বাজার পর্যন্ত সড়কের দীর্ঘদিনের অবহেলিত থাকায় এলাকাবাসীর প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন গুরুত্বপূর্ণ এই সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। গর্তে ভরা রাস্তার কারণে প্রতিনিয়ত চরম দুর্ভোগে পড়ছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ হাজারো পথচারী ও যানবাহনের চালকরা। বর্ষা মৌসুমে পিরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে বলে মানববন্ধনে অভিযোগ করেন স্থানীয়রা।