ঝালকাঠি : শিশুদের পাশাপাশি বড়রাও ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে -সংবাদ
ঝালকাঠি সদর হাসপাতালে ডায়েরিয়া আক্রান্তের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। ২০২৫ সালের মার্চ মাস থেকে ক্রমশঃ ডায়েরিয়ার সংক্রমণ বৃদ্ধি পেয়ে বর্তমানে তা স্বাভাবিকের সীমারেখা পার করে ঝুঁকিপূর্ণ অবস্থায় এসে দাড়িয়েছে। হাসপাতালের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ১৪ জন এবং এক সপ্তাহে ৯৪ জন এই মাসে ৩৪৫ জন ডায়েরিয়া আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আরও ৫০ থেকে ৬০ জন রোগী স্যালাইন ও ঔষুধ নিয়ে নিজ বাসায় চিকিৎসা নিয়েছে। সব মিলিয়ে গত ১ মাসে ৫ শতাধিক মানুষ ডায়েরীয়ায় আক্রান্ত হয়েছে। মার্চে শিশুরা বেশি আক্রান্ত ছিল কিন্তু বর্তমানে আক্রান্তদের মধ্যে বয়ষ্কদের সংখ্যা বেশি। প্রতি বছরই মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত ডায়েরিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার ঝুঁকি বেশি থাকে। হাসপাতালে খাওয়ার স্যালাইন পর্যাপ্ত থাকলেও আইবি স্যালাইনের কিছু স্বল্পতা রয়েছে। ঝালকাঠির হাসপাতালের তত্ত্বাবধায়কের দায়িত্বে থাকা সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর জানান, আইবি স্যালাইনের জন্য স্বাস্থ্য বিভাগে চাহিদাপত্র দেয়া হয়েছে এবং ডায়েরিয়া নিয়ন্ত্রণে রাখার জন্য মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য মাঠ পর্যায়ে কর্মীদের নিদের্শনা দিয়েছেন।
ঝালকাঠি : শিশুদের পাশাপাশি বড়রাও ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে -সংবাদ
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
ঝালকাঠি সদর হাসপাতালে ডায়েরিয়া আক্রান্তের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। ২০২৫ সালের মার্চ মাস থেকে ক্রমশঃ ডায়েরিয়ার সংক্রমণ বৃদ্ধি পেয়ে বর্তমানে তা স্বাভাবিকের সীমারেখা পার করে ঝুঁকিপূর্ণ অবস্থায় এসে দাড়িয়েছে। হাসপাতালের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ১৪ জন এবং এক সপ্তাহে ৯৪ জন এই মাসে ৩৪৫ জন ডায়েরিয়া আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আরও ৫০ থেকে ৬০ জন রোগী স্যালাইন ও ঔষুধ নিয়ে নিজ বাসায় চিকিৎসা নিয়েছে। সব মিলিয়ে গত ১ মাসে ৫ শতাধিক মানুষ ডায়েরীয়ায় আক্রান্ত হয়েছে। মার্চে শিশুরা বেশি আক্রান্ত ছিল কিন্তু বর্তমানে আক্রান্তদের মধ্যে বয়ষ্কদের সংখ্যা বেশি। প্রতি বছরই মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত ডায়েরিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার ঝুঁকি বেশি থাকে। হাসপাতালে খাওয়ার স্যালাইন পর্যাপ্ত থাকলেও আইবি স্যালাইনের কিছু স্বল্পতা রয়েছে। ঝালকাঠির হাসপাতালের তত্ত্বাবধায়কের দায়িত্বে থাকা সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর জানান, আইবি স্যালাইনের জন্য স্বাস্থ্য বিভাগে চাহিদাপত্র দেয়া হয়েছে এবং ডায়েরিয়া নিয়ন্ত্রণে রাখার জন্য মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য মাঠ পর্যায়ে কর্মীদের নিদের্শনা দিয়েছেন।