কুমিল্লার দাউদকান্দি উপজেলার তালতলী গ্রামে র্যাব-১১ এর অভিযানে ১৬ হাজার পিস ইয়াবা ও নগদ ৫ লাখ ৯৮ হাজার ৩শ টাকাসহ সোহাগ মোল্লা (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর পুলিশ পরিদর্শক আবু হেনা আতিকুর রহমানের নেতৃত্বে অভিযানে উপজেলার তালতলী গ্রামের দেলোয়ারের বাড়ি থেকে মাদক কারবারি সোহাগ মোল্লাকে গ্রেপ্তার করা হয়। সোহাগ দেলোয়ারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। সোহাগ চাঁদপুর জেলার মতলব উপজেলার নয়াকান্দি বাগানবাড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে। অভিযানের সময় আরও দুই মাদক কারবারি কুমিল্লা জেলার কোতোয়ালি থানার গাবতলী গ্রামের মালেক মিয়ার ছেলে এমদাদুল হক ও হান্নান মিয়া পালিয়ে যায়। এছাড়া সোমবার দাউদকান্দির গোয়ালমারী থেকে ৩০৪ পিস ইয়াবাসহ মো. সাহাদাত হোসেন শান্ত, মোহাম্মদ শাহিন মিয়া, হৃদয় মিয়াকে গ্রেপ্তার করেছে। পরে মাদক কারবারিদের দাউদকান্দি মডেল থানায় হস্তান্তর করা হয়। অপরদিকে সোমবার দাউদকান্দি মডেল থানা পুলিশ মানিক মিয়া নামে এক ছিনতাইকারকে গ্রেপ্তার করেছে। মানিক মুন্সিগঞ্জ জেলার মতলব উপজেলার বারআনি (কাজী বাড়ি) গ্রামের দুধ মিয়ার পুত্র। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ইয়াবা, নগদ টাকা উদ্ধার, মাদক কারবারি, ছিনতাইকারী গ্রেপ্তার নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী।
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
কুমিল্লার দাউদকান্দি উপজেলার তালতলী গ্রামে র্যাব-১১ এর অভিযানে ১৬ হাজার পিস ইয়াবা ও নগদ ৫ লাখ ৯৮ হাজার ৩শ টাকাসহ সোহাগ মোল্লা (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর পুলিশ পরিদর্শক আবু হেনা আতিকুর রহমানের নেতৃত্বে অভিযানে উপজেলার তালতলী গ্রামের দেলোয়ারের বাড়ি থেকে মাদক কারবারি সোহাগ মোল্লাকে গ্রেপ্তার করা হয়। সোহাগ দেলোয়ারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। সোহাগ চাঁদপুর জেলার মতলব উপজেলার নয়াকান্দি বাগানবাড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে। অভিযানের সময় আরও দুই মাদক কারবারি কুমিল্লা জেলার কোতোয়ালি থানার গাবতলী গ্রামের মালেক মিয়ার ছেলে এমদাদুল হক ও হান্নান মিয়া পালিয়ে যায়। এছাড়া সোমবার দাউদকান্দির গোয়ালমারী থেকে ৩০৪ পিস ইয়াবাসহ মো. সাহাদাত হোসেন শান্ত, মোহাম্মদ শাহিন মিয়া, হৃদয় মিয়াকে গ্রেপ্তার করেছে। পরে মাদক কারবারিদের দাউদকান্দি মডেল থানায় হস্তান্তর করা হয়। অপরদিকে সোমবার দাউদকান্দি মডেল থানা পুলিশ মানিক মিয়া নামে এক ছিনতাইকারকে গ্রেপ্তার করেছে। মানিক মুন্সিগঞ্জ জেলার মতলব উপজেলার বারআনি (কাজী বাড়ি) গ্রামের দুধ মিয়ার পুত্র। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ইয়াবা, নগদ টাকা উদ্ধার, মাদক কারবারি, ছিনতাইকারী গ্রেপ্তার নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী।